আমাদের কথা খুঁজে নিন

   

বিচার চাই না , সৃষ্টিকর্তার অস্তিত্তের প্রমাণ চাই ।

নিরাপত্তার অভাব !! এই একটি কথা আমাদের প্রতি নিয়ত শুনতে হয় , কিন্তু কেন? একটা স্বাধীন দেশে আমরা কেন পরাধীন ???? এ দেশে এখনও রুমানা মঞ্জুরের উপর হামলার বিচার হয়নি , চলছে পরিমল কে বাঁচানোর চেষ্টা , না খেতে পেয়ে ছোট্ট ফুল এর আত্মহত্যা এই দেশে স্বাভাবিক। । তাই বিচার র চাই না , মিথ্যা আশ্বাস ও চাই না। পারসোনা তে যা ঘটেছে তার পর ও আমরা চুপ করে থাকব ?? আমরা সাধারণ মানুষ গাড়ি ভাঙচুর করি না , হরতাল দেই না , মন্ত্রী সচিব দের বাসার সামনে অনশন করি না এই কি আমাদের অপরাধ ?? র আমার ও র সবার মত কিছু প্রশ্ন আমাদের মিডিয়া কেন চুপ করে থাকে ??? গতকাল রাতে ফেসবুকে পারসোনার পেইজ এ কিছু প্রশ্ন করেছিলাম কিন্তু তারা এর পর আমার সব পোস্ট ডিলিট করে পেইজ টায় বন্ধ করে দিল । পারসোনা সেবার দিক দিয়ে সব পার্লার এর চেয়ে ভাল , কিন্তু এটা আমরা ভুলে গিয়েছিলাম সর্ষের মধ্যেই ভূত থাকে ।

চট্টগ্রাম এ এর ব্রাঞ্চে ও দেখা যায় প্রায় কিছু পুরুষ কর্মী ঘুরাঘুরি করতে থাকে , আমার প্রশ্ন মেয়ে দের পার্লারে পুরুষ কেন ?? এই প্রশ্ন আমি তাদের করেছি জবাবে তারা বলেছি টেকনিকাল দিক টা সামলানোর উপযুক্ত মহিলা কর্মীর অভাব । কিন্তু উত্তর টা আমাকে সন্তুষ্ট করতে পারে নি । যেখানে আমি নিজেও টেকনোলজি নিয়ে পড়ছি এবং জানি প্রচুর যোগ্য মেয়ে কর্মী চাইলেই তারা পেতে পারতো । গতকাল রাতের কানিজ আলমাস খান বলেছেন ইলেকট্রিশিয়ান এর ভুল সেখানে আমার প্রশ্ন বুঝলাম ভুল তবে কেন সিসিটিভি ক্যামরার দায়িত্বে থাকা পুরুষ কর্মী রা তাদের পেন ড্রাইভে ফুটেজ গুল নেয়ার চেষ্টা করেছিলেন ? আমি জানি এই সব প্রশ্নের উত্তর দেয়ার কেউ নেই ,এ দেশে বিচার হবে না , এই দেশের আইন শুধু সাধারণ মানুষের জন্য , এলিট গণ আইনের উপরে বসে নিজেরাই আইন বানান .। তাই বিচার চাই না র ।

শুধু এইটুক বলি কানিজ আলমাস আপনার নিজের ও একটি মেয়ে আছে সুতরাং মেয়ে দের অগোচরে আপনি যদি তাদের দিয়ে ই পর্ণ ব্যবসা চালিয়ে থাকেন তবে সৃষ্টিকর্তা এর শাস্তি আপনার মেয়ে কে দিয়ে আপনাকে হয়তো বুঝিয়ে দিবেন । দেশে আপনি অনেক বড় সেলিব্রেটি আপনাকে আমাদের এই নীরব ঘৃণা স্পর্শ করে না তারপর ও আমি বিশ্বাস করি উপরে একজন আছেন যার কাছে সবাই এক । আপনার করুণ আর্তনাদ শুনার অপেক্ষাই রইলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.