আমাদের কথা খুঁজে নিন

   

সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করলেও যুদ্ধাপরাধীরা ঠিকই মুক্তিযোদ্ধাদের বিচার করবে

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

সরকার কি আসলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে চায়?সরকার আসলে চায় কি?এ মুহূর্তে সরকারের বড় দায়িত্ব কি?যে সব কথা তারা বলছেন তা হল, ১. দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ ২.সন্ত্রাস নির্মূল ও আইন শৃংখলা নিয়ন্ত্রন ৩.দেশের অর্থনৈতিক অগ্রগতি ৪পররাষ্ট্র নীতি উন্নয়ন ৫ স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নোয়ন এর পর আরও অনেক কথাই তারা বলছেন।

দেশে উন্নয়নের জোয়ার বইবে। এত সবের মাঝেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সরকার অনেকটাই নিশ্চুপ। আওয়ামীলীগ সভানেত্রী বলছেন যে দেশের আপামর জনগণ ভোটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছে। এ কথা কি অনেকটাই প্রমাণ করে না যে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে অনেকটাই অনীহা প্রকাশ করছে? যদি যুদ্ধাপরাধীদের বিচার না করা হয় তাহলে তা সমগ্র জাতির জন্যেই এক কলংক বয়ে আনবে। দেশের জায়গায় জায়গায় আবার মুক্তিযোদ্ধাদের জুতো পেটা করা হবে যেমনটি আমরা দেখেছি কিছুদিন আগেও।

তারা আবার সত্তরের নির্বাচনে কারচুপি হয়েছে এই অভিযোগ করবে। দেশটাকে একটা মৌলাবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে দাঁড় করাবে। আমি বাজি ধরে বলতে পারি আমরা যুদ্ধাপরাধীদের বিচার না করলেও তারা মুক্তিযোদ্ধাদের বিচার ঠিকই করবে। রাস্তায় রাস্তায় তাদের লাঠি-জুতা পেটা করা হবে। তখন বুক চাপড়ানো আর দেয়ালে মাথা ঠুকে হতাশ করা ছাড়া এ দেশের মানুষের কিছুই করার থাকবে না।

হয়তো তারা বাকি সব দল গুলোকেও নিশ্চিহ্ন করার চেষ্টা করবে। ভবিষ্যত পরিণাম কি দেশের সরকার দেখতে পাচ্ছে না বা তারা বুঝার চেষ্টা করছেনা?রাজাকার মানে যারা একাত্তরে দেশের মানুষের ক্ষতি সাধন করেছে আমি শুধু তাদেরকেই রাজাকার বলিনা বরং যারা এখনও সেই নীতিকে সমর্থন করে চলছে যাদের অন্তরে এখনো পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজে তারা সবাই রাজাকারের অবশ্যই অন্তর্ভুক্ত। তাই দেশের স্বার্থে ,মানুষ ও জনগণকে বাচাতে হলে এসব যুদ্ধাপরাধীদের অবশ্যই নিধন করতে হবে। আর তা না হলে এ দেশের মানুষ অন্তত বর্তমান সরকারকে কোন দিনই ক্ষমা করবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.