আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক সময়ে জবির ঘটনা নিয়ে সামুতে লেখা পোস্টগুলোর সংকলন

www.facebook.com/hamzathefighter জবির সাম্প্রতিক ঘটনা নিয়ে যখন সাম্রাজ্যবাদ শক্তির দোসর বড় বড় রাজনৈতিক দলগুলো যখন নিশ্চুপ তখন সামুর সচেতন ব্লগার ভাইয়েরা অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন। এটি এখন শুধু জবির ব্যাপার নয়,বরং একটি জাতীয় ইস্যু। । তাই এ বিষয়ে লেখা সমস্ত ব্লগগুলোকে একত্রিত করার মাধ্যমে সবাইকে সচেতন করার আমার এ ক্ষুদ্র প্রয়াস.......... জগন্নাথঃ মাস মিডিয়া ও ফ্রি মিডিয়ায়; একটি অসমাপ্ত ডিসকোর্স প্রসঙ্গ- জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার বানিজ্যিকীকরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, সাংসদ জিম্মি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে হত্যার প্রয়াস, জবাব দিবে কে? শিক্ষার্থী বনাম সরকার এবং কিছু অপ্রিয় দৃষ্টান্ত আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাই জগন্নাথের ভাই বোনদের বলছি একটিবার এর জন্য হলেও আমাদের কথাটা একটু শুনেন...............। ।

বাটপারি ছাইড়া নিজের কামে যা !!!!!!! জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জন্মই আ মা র আ জ ন্ম পাপ ......(দু :খি ত ইংলিশ এ post দিলাম) জগন্নাথের শিক্ষার্থীদের সমাবেশে বাধা, আটক করা হয়েছে ২২ জনকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কান্না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো আইনের বিরুদ্ধে ব্যাপক জনসমাবেশ- আজকের আন্দোলনের আপডেট। আপনা হাত জগন্নাথ, করবে রে ভাই বাজিমাত জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন এ্যাক্টিভিস্ট -বর্তমান সক্রিয় সদস্য ১০ লাখ। শাহবাগ থেকে : আগুনের ফুলকিরা এসো, দাবানল জ্বালাবার মন্ত্রে... জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উশৃঙ্খলতা প্রসঙ্গে আজকের 'জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্ট' -এর মিছিল-মানববন্ধনের ছবি পোষ্ট বিশ্ববিদ্যালয়ের ৪০ ছাত্র আটক সরকারের এ কেমন অবস্থান!!!!! ব্লগার ও শিক্ষার্থীদের আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যদি সত্যিই নিজের খরচে চলতে হয় তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ! চরম আন্দোলন চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে! পুলিশ আর ছাত্রলীগের সাহস ই নাই কিছু করার! ওরা আমার পড়ালেখা বন্ধ করতে চায়/ জগন্নাথের ছাত্ররা ভাংচুর করেছে , যারা এটা বলে তাদের মুখে থু থু মারি !! অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি আমরা কেমন আছি আসিফ মহিউদ্দীন গ্রেফতার ও মুক্ত মত প্রকাশের অধিকারের প্রতি অপঘাত। প্রতিবাদী সমাবেশ আজ ৪টায় ব্লগার-কবি-ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবি-সাংবাদিকদের।

আপাতত এই পর্যন্তই। আশা করি,আরো আপডেট করতে পারবো। আপনাদের সাহায্য চাই। বিঃদ্রঃ অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি। পারলে এটা ফেসবুকে শেয়ার করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.