আমাদের কথা খুঁজে নিন

   

গণ্ডার

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আমরা "জ্ঞান অর্জন" করি কতো দামী দামী প্রসঙ্গ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, উদারনৈতিক গণতন্ত্র, সমাজতন্ত্র, স্নায়ুযুদ্ধ, মুক্তবাজার অর্থনীতি, সোভিয়েত ইউনিয়ন, মানবাধিকার, মার্ক্স, বেবার একটি ছোট অভিমানী মেয়ের আত্মহত্যার শস্তা সংবাদ আমাদের জানা হয় না (বা হয়তো জানা হয় বিডিনিউজের কল্যাণে কিন্তু আমরা তার কষ্টটুকু অনুভব করি না কারণ অনুভবের জন্য অনুভূতি দরকার আর অনুভূতির মতো মধ্যযুগীয় কুসংস্কারে আমরা আর আবদ্ধ নই) খবরটা ছোট মানুষটার মতোই দশ বছরের সোনাবরু আত্মহত্যা করেছে তার জন্মদিনে কিন্তু কেন? কেন এই মেয়েটাকে মরে যেতে হল এত অল্প বয়সে, এই অসম্ভব সুন্দর পৃথিবীর প্রায় কিছুই না দেখে? না, বাবামার কথায় কষ্ট পেয়ে নয় বন্ধুবান্ধবের সাথে কথা কাটাকাটি করে নয় পরীক্ষায় ফেল করার লজ্জাতেও নয় সোনাবরু আত্মহত্যা করেছে কারণ ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরে সে ভাত খেতে পায় নি এমন আহামারি কিছু নয় ফুলের মতো ধপধপে শাদা ভাত যেদেশে বসুন্ধরা সিটিতে শপিং করার লোকের অভাব হয় না ঈদে তিন লক্ষ আশি হাজার টাকা দাম দিয়ে লেহেঙ্গা কেনার মানুষের অভাব হয় না সেই একই দেশে একটি দশ বছরের মেয়ে মারা যায় সামান্য ভাতের অভাবে "অদ্ভূত আঁধার এক এসেছে নেমে" এদেশে, আর তা কখনো কাটবে না মাননীয় সাংসদেরা লক্ষ লক্ষ টাকার টেলিফোন বিল অপরিশোধিত রেখে দেশ উদ্ধার করতে থাকবেন সড়ক দুর্ঘটনায় তারেকের মতো অসাধারণেরা ও (অসংখ্য নাম-না-জানা সাধারণেরা) প্রাণ হারাতে থাকবেন শাহাদাতরা গর্ব করতে থাকবেন বিদেশে সবাই তাঁকে পাকিস্তানি ক্রিকেটার মনে করে বলে বিশ্বব্যাংক আইএমএফ এদেশে আরো 'উন্নয়ণ' ঘটাতে থাকবে আন্তর্জাতিকতার নামে তেল গ্যাস খনিজ সম্পদ তুলে দেওয়া অব্যাহত থাকবে বিদেশি বণিকদের হাতে জাতীয়তাবাদের নামে খুন আর ধর্ষণের উন্মত্ত উত্‍সব চলতে থাকবে পার্বত্য চট্টগ্রামের মায়াবি পাহাড়ে রাজাকার আলবদরে ছেয়ে যেতে থাকবে এদেশের আনাচকানাচ (দরিদ্র মুক্তিযোদ্ধার স্ত্রী রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে এখানে ওখানে পড়ে থাকা খাবার কুড়াতে থাকবেন) ফেলানি কাঁটাতারে রক্তাক্ত প্রজাপতি হয়ে মরতে থাকবে একটু পানির জন্য চিৎ‍কার করতে করতে নিঃসঙ্গতার উঠোনে দাঁড়িয়ে সোনাবরুর ভাইটি কাঁদতে থাকবে তাঁর মৃত বোনের জন্য অবশ্য আমরা এসব কিছুই গায়ে লাগাবো না আমরা তো ইউজীন আয়োনেস্কোর গণ্ডার শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আমরা "জ্ঞান অর্জন" করি.. (ছবিটা সোনাবরুর ভাই ফেরদৌসের ; ফটো ক্রেডিট : তানভির সুপ্রিয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।