আমি খুব.। .। .। .। .।
.। .। .। জোহানেসবার্গ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণ্ডারের শিং থেকে ক্যান্সারের ওষুধ তৈরির উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে রেকর্ড পরিমাণ গণ্ডার হত্যা করা হয়েছে।
প্রাণীটির শিং থেকে তৈরি চীনা ওষুধ ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বাস ছড়িয়ে পড়েছে।
তবে চিকিৎসা বিজ্ঞানে এর কোন প্রমাণ নেই।
কালোবাজারে এক কিলোগ্রাম গণ্ডারের শিংয়ের দাম প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার যা স্বর্ণের দামকেও ছাড়িয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে ২০ হাজারের বেশি গণ্ডার রয়েছে যা আফ্রিকার মোট গণ্ডারের ৯০ শতাংশ।
এর মধ্যে ৪৫৫টি গণ্ডার শিকারিদের হাতে পড়েছে। যার মধ্যে ২০১১ সালেই হত্যা করা হয়েছে ৪৪৮টি।
এক দশক আগে দক্ষিণ আফ্রিকা থেকে প্রতি বছর ১৫টি প্রাণী নিখোঁজ হত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।