আমাদের কথা খুঁজে নিন

   

“বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষে ধর্ম”গুরুজী

বৃথায় তুমি ভাবছো আপন ,আপন তেমার কেহই নয়। ভাবছো সাধের ভাই বেরাদার বুঝি তোমার আপন হয়। । বাপ,মা,বন্ধু,স্ত্রী,পুত্র, থাকে পিরিত থাকেলে স্বার্থ। (সাধের)আত্বীয় কুটুম হয় অনর্থ,স্বার্থ ভাংলেই বুঝবি তাই।

। আত্মার বাস এই দেহেতে,মজে আছে কত পিরিতে। দেখনা আত্মা এই ভবেতে,দেহ ছেড়ে চলে যায়। । আত্মা যায় আসমানে উড়ে,দেহ থাকে এই ভবে পড়ে।

দেহকে খাই পোকা মাকড়ে,আত্মা সে খোজ নাহি লয়। । যদি আপন হতো আত্মা দেহ,কাউকে ছেড়ে যেতনা কেহ। গেলে আত্মা নিতো দেহ,যেথায় আত্মা চলে যায়। ।

ভবের এইসব পিরিতি বন্ধু,ঘিরে আছে স্বার্থ সিন্ধু। সামসুদ্দীন কয় সব ধুরুন্দু,(কেবল) সেরু পাগলায় বুঝলো নয়। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.