আমাদের কথা খুঁজে নিন

   

বেঁচে থাকার জন্য আমরা কি প্রতিদিন অন্যায় করি না ?

প্রদীপ হালদার,জাতিস্মর। বেঁচে থাকার জন্য আমরা কি প্রতিদিন অন্যায় করি না ? বেঁচে থাকার জন্য আমরা প্রতিদিন অন্যায় করি। অন্যায় করি বলে আমরা আজও বেঁচে আছি। অন্যথায় আমাদের বেঁচে থাকার কথা নয় । যাদের বেঁচে থাকার কথা তারা বেঁচে থাকতো , আর আমরা মারা যেতাম ।

অন্যকে মেরে আমরা বেঁচে আছি। ভাবুন তো রাতে ঘুমানোর সময় চারদিক থেকে মশা আসে আর আমাদের শরীরে হুল ফুটিয়ে রক্ত পান করে। মশা যদি রক্ত পান না করে তবে তারা বাঁচবে কি করে ? মশা দেখলেই আমরা মশাকে মারি। এটা অন্যায় নয়। মশার প্রাণের কি দাম আছে।

মশা মানুষের কতটা উপকার করে। আবার ছারপোকা আছে যারা মানুষের রক্ত পান করে। তাদেরকেও আমরা মেরে ফেলি। মাথায় উকুন বাসা বাঁধে। টিপে টিপে তাদেরকেও মারি।

মানুষের রক্ত যাদের খাদ্য তাদেরকে মেরে আমরা বেঁচে থাকি। আমাদের বাঁচার জন্য যেসব খাদ্যের দরকার তাদেরকে আমরা হত্যা করি। শাক সবজী,মাছ,মোরগ,মুরগী,হাঁস,ছাগল,সবাইকে হত্যা করি এদেরকে খাওয়ার জন্য। এসব অন্যায় নয়। যত অন্যায় খারাপ কথা বলাতে।

নিরীহ প্রাণীকে বধ করে আহার করলে কোন অন্যায় নয়। আমাকে কেউ বধ করে বাঘের সামনে ফেলে দিলে অন্যায় হবে কেন ? অন্যায় হবে। কারণ আমিই বাঁচতে চাই। অন্য প্রাণীদের বাঁচার কি কোন অধিকার আছে ? অধিকার তো সবার আছে। রক্ষা করে কে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.