আমাদের কথা খুঁজে নিন

   

অনেক দিন আগে আমাদের প্রজেক্ট নিয়ে লিখে ছিলাম এই নামে।।আমি আমার মতো করে ভাবি.।কাজটা আপনাকে সাথে নিয়ে করতে চাই.।সাহসী যারা আছেন হাত তুলোন

অনেক দিন আগে আমাদের প্রজেক্ট নিয়ে ধারাবাহিক অনেক গুলো পর্বে business plan প্রকাশ করে ছিলাম। প্রজেক্ট বাস্তবায়ন ও পড়ালেখার ব্যস্ততায় বাকী পর্ব গুলো প্রকাশ করতে পারি নাই্‌আজ বাকী পর্ব গুলো একানে...। । যারা আগের পর্ব গুলো পরেন নাই। ।

এখানে টকা দেন প্লিজ। । আমি আমার মতো করে ভাবি.। কাজটা আপনাকে সাথে নিয়ে করতে চাই.। সাহসী যারা আছেন হাত তুলোন.।

৪র্থ পর্ব আমি আমার মতো করে ভাবি.। কাজটা আপনাকে সাথে নিয়ে করতে চাই.। সাহসী যারা আছেন হাত তুলোন.। ৩য় পর্ব আমি আমার মতো করে ভাবি.। কাজটা আপনাকে সাথে নিয়ে করতে চাই.।

সাহসী যারা আছেন হাত তুলোন.। ২য় পর্ব আমি আমার মতো করে ভাবি.। কাজটা আপনাকে সাথে নিয়ে করতে চাই.। সাহসী যারা আছেন হাত তুলোন.। মানুষ ও মাটির জন্যে.(প্রাঃ লিমিটেড) এর ৩ বছরের প্রস্তাবিত লাভ-লোকসান হিসাব ১ম বছর ২০১৩ ২য় বছর ৩য় বছর প্রজেক্ট-১ ±৩৮,৮৮,৭০০ ±৩৮,৮৮,৭০০৳ ±৩৮,৮৮,৭০০৳ প্রজেক্ট-২ ৫,৫২,৫০০৳ ৫,৫২,৫০০৳ ৫,৫২,৫০০৳ প্রজেক্ট-৩ ০০০ ৭,০৮,৪০০৳ ৭,০৮,৪০০৳ মোট লাভ ৪৪,৪১,২০০৳ ৫১,৪৯,৬০০৳ ৬০,৬৮,৮০০৳ সংরক্ষিত২৫% -১২% সামাজিক ১১১০৩০০৳ ১২,৮৭,৪০০৳ ১৫,১৭২০০৳ ১৩%সংরক্ষিত =মোট লাভ ৩৩৩০৯০০৳ ৩৮,৬২,২০০৳ ৪,৫৫,১৬০ ৪০৳ -সা:সঞ্চিতি১০% ৩,৩৩,‌০৯০৳ ৩,৮৬,২২০৳ ৪,৫৫,১৬০৳ =নীট লাভ ২৯,৯৭,৮১০৳ ৩৪,৭৫,৯৮০৳ ৪০,৯৬,৪৪০৳ শেয়ার প্রতি লাভঃ নীট লাভ/লট ±১৯,৯৮৫৳ ±২৩,১৭৩৳ ±২৭,৩০৯৳ ১৫০ *একজন শেয়ারহোল্ডার ৩ বছরের মোট লাভ পেতে পারেনঃ ± ১৯,৯৮৫ ৳ + ±২৩,১৭৩ + =±৭০,৪৬৭৳ শেষের কথার শেষ কথাঃ NAGgropup একটি অগ্রসরমান ব্যবসায়িক প্রতিষ্ঠান ,যা দেশের আইনের মধ্য দিয়ে প্রতিষ্টিত ও পরিচালিত ।

প্রতিষ্ঠার প্রথম থেকেই দেশ ও সমাজের কল্যাণের মাধ্যমে কিভাবে নিজের ও সদস্যদের কল্যাণ এবং জীবনমান উন্নতি করা যায় তা প্রমাণ করার জন্যই আমাদের এই নিরন্তর গবেষণা আর কঠোর পরিশ্রমের ইচ্ছা ও কর্মউদ্যোগ। সফল বিনিয়োগের মাধ্যমে সাফল্যের সোপান বিনির্মাণের প্রয়াস। NAG group এবার আপনাকে পাশে নিয়ে এ দেশের কৃষি ও মানুষের জন্য একটি ব্যবসায়িক ফার্ম গঠন করতে যাচ্ছে “মানুষ ও মাটির জন্যে”। আপনার ক্ষুদ্র ও অলস টাকার একটা অংশ বিনিয়োগ করে “মানুষ ও মাটির জন্যে” এর একজন গর্বিত মালিক বা শেরারহোল্ডার হতে পারেন। দেশের উন্নয়নে নিজকে সম্পৃক্ত রেখে ব্যবসায়ের লাভ উপভোগ করার একটি সুযোগ“মানুষ ও মাটির জন্যে”,হালাল ও নিশ্চিত উপার্জনে সম্পৃক্ত হবেন কিনা?সিদ্ধান্ত এবং ক্ষমতা আপনার হাতেই... উপরের Business Plan এ আমরা চেষ্টা করেছি আমাদের “মানুষ ও মাটির জন্যে” এর আগামী টা একটা ফ্রেমে বাধঁতে।

ব্যবসায় লাভ -ক্ষতির উপর নির্ভর করে ,এই ধ্রুব সত্য কে মেনে নিয়েই আমরা কাজ করি সততা ,জবাবদিহীতা ও সচ্ছতার সাথে। আপনার এই ক্ষুদ্র অংশগ্রহণ আমাদের সাহস ও শক্তি যোগাবে। আর বছর শেষে হালাল মুনাফার নিশ্চয়তা গ্রহণ করুণ। এবং একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নের অংশগ্রহণ করুন। কিভাবে মালিকানা পাবেন “মানুষ ও মাটির জন্যে”. . . ? তিন ভাবে “মানুষ ও মাটির জন্যে” এর শেয়ার বা মালিকানা অধিকার করা যাবে।

১। সাধারণ শেয়ার হোল্ডার বা সাধারন শেয়ার ক্রয়ের মাধ্যমে, ৬০টি লট বিক্রি হবে ৫০,০০০টাকা করে। একজন সর্বোচ্চ ২ টি কিনতে পারবেন। ২। ১৫ টি লট থাকবে জমি মালিকদের জন্য।

৩। সম্মানী ডাইরেক্টরদের জন্য থাকবে ৩০ টি লট। প্রত্যেকে ৫টি লট করে কিনতে পারবে। বিনিময়ে সে কোম্পানী থেকে একটা সম্মানজনক directorship পাবে। বাত্সরিক ২৫,০০০ টাকা করে সম্মানী পাবে।

পরিচালনা বোর্ডে থাকতে পারবে। মিটিং এ অংশগ্রহণ করে সিদ্ধান্ত দিতে পারবে। এছাড়াও নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ তো পাবেই। *শেয়ার বিক্রী কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বার পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রয় বা শেয়ার বরাদ্দ চলবে। যে কোনো প্রয়োজনেঃ ০১৬৮০ ১৩৭৭২৮ ০১৯১৩ ১০৪০০২ বিঃদ্রঃডিরেক্টরে জন্য অলরেডি ১৬ টি আপ্লিকেশন পরেছে.।

। Prologue of NAG group: The word “NAG” has been derived from “Nagaish” which is our countryside. That symbolizes love towards our mother and our land. We believe land as like as mother. Serving mother is our pinnacle desire. The NAG group has lunched for fulfilling the desire. NAGgroup is a flourishing corporate house having specialization in different business sectors in Bangladesh. We are now working with a full enthusiasm in the areas like: fashion creativity and production house, agro-industry, renewable energy and co-operative. NAGgroup is taking preparation for Future in a full swing in various sectors as like; resort, tourism, real estate, power technology, trading and e-trade. With an energetic workability and strapping ambition to put a noteworthy contribution towards the economic growth of the nation, the group has begun its voyage in the year of 2009 under the aegis of the Group's first concern “deyal”. Its revolution from one single portfolio to diversified portfolios has turned into possible due to the Group’s optimistic model of ‘fair play’ At glance of NAG group Start up: 2009 Resister: applied for registration under joint stock firm registration office. Corporate motto: process to progress. Biography entrepreneur of NAG group: 1, Baejid Rahman BBA (Management), MBA on going University of Dhaka: Cell: 01680137728 2, Baharul Hasan (Titu) B.A Honors (English), M.A (English) Shahjalal University of science and technology, Sylhet: Cell: 01913104002 3.Harun or Rashid B.S.S Honors (Social welfare) National University. Dhaka (Now at South Korea) 4.Nayemur Rahman B.Sc (Knitwear Manufacture & Technology) BUFT (BGMEA): Cell: 01677151099 5.Billal Hossain B.Sc honors (botany) national university : Cell: 01714471991 আমাদের প্লান এবং আমাদের ড্রিম নিয়ে অনেক দিন আপনাদে মাঝে ছিলাম.। জানি না আপনাদের কেমন লাগলো.। জেনে আনন্দিত হবেন যে আমাদের কাজ অনেক গুছিয়ে এনেছি বিগত ১ মাসে। তাই এখন বলতে পারি এটি একটি খাতায় লিখা বা নেটে লিখা একটি প্লান নয় যা দিয়ে আমরা শুধু মানুষ থেকে বা বা বা কুরাবো.।

। যদি আপনাদের মাঝে কেউ থেকে থাকেন আমাদের সাথে থাকতে চান তাহলে আপনারা কল করতে পারেন আমাদের.। শুধু মাত্র ২০ জন কে আপ রা নিবো যারা প্রকৃতি ও কৃষি কে ভালো বাসে...। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.