আশায় বুক বাঁধা একজন মানুষ। রমজানের দিন কোন গালি গালাজ নয় , নাম বিকৃতি নয় , উপমাও নয় ... আসল কথায় আসি , অনেক জায়গায় দেখা যাচ্ছে আল্লামা শফিকে অনেকের সাথে তুলনা করা হচ্ছে যে ওনারা বলতে পারলে শফি বললে দোষ কোথায় ... তাদের বলছি (তাদের নাম আপনারা জানেন)... যারা সাহিত্যিক ওনারা নিজের মতবাদ দিয়েছেন কিন্তু আল্লামা শফি ইসলামিক ওয়াজ করতে গিয়ে কবি সাহিত্যিক দের মতো নিজের মত দিতে পারেন না , ওনাকে ইসলামের কথা বলতে হবে নিজের কথা না । ইসলামে কোন ব্যাক্তির নিজস্ব মতবাদের কোনরূপ জায়গা নেই । ইসলামে তো এসব নেই তো উনি না ইসলামের ধারক বাহক হেফাজতে ইসলামের আমীর ? উনি কিভাবে ইসলামীক ওয়াজ এ ইসলাম বিরোধী এবং সম্পূর্ণ ইসলাম বহির্ভূত মতবাদ দেন সেটা আমাকে বুঝান ... যদি বুঝাইতে না পারেন ম্যা ম্যা বন্ধ করেন ... ইসলামকে নিয়ে ব্যাবসা করা , ইসলামের নামে যা খুশি তা করা এবং বলে বেড়ানো একজনকে ডিফেনড করার পরিনাম অবশ্যই ইহকাল ও পরকাল কোথাও সুখকর হবে না , আল্লাহ আপনাদের হেদায়েত করুক .।.।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।