আমাদের কথা খুঁজে নিন

   

নিধিরামের সত্য কথন -৭ ( সব ছাগলই ম্যা ম্যা করে)



গতকালের খবরে দু'টি খবর বেশ দৃষ্টি কাড়লো, সকল খাসীর মাংস লাভারের পড়া উচিত- প্রথমটি হলো: ছাগল থেকে মাংস আলাদা করার সুযোগ নেই -শেরপুরের ৬২০ ছাগলের ম্যা ম্যা শেরপুর জেলার ৬২০ জন ছাগল এক বিবৃতিতে ছাগের মাংস র নিষিদ্ধ করার দাবির প্রতিবাদ জানিয়ে বলেন, এ দেশের ছাগলপ্রাণ জনগণ সর্বপ্রকার ত্যাগ স্বীকারের মাধ্যমে ৯০ ভাগ মুসলমানের দেশে ছাগলের মাংসের নিষিদ্ধের চক্রান্ত সফল হতে দেবে না। এ দেশের কিছু শাকাহারীর এ অযৌক্তিক দাবি জনগণ কখনোই বরদাশত করেনি, বর্তমানেও করবে না। তারা বলেন, বিভিন্ন দেশে এবং আমাদের প্রতিবেশী দেশ ছাগলের মাংস হালাল রয়েছে।ছাগলে রয়েছে সব রকমের জীবনের জন্য পুষ্টি। তাই ছাগলের মাংস থেকে জনগনকে আলাদা করার কোনো সুযোগ নেই। দেশ, জাতি ও ছাগলবিরোধী ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে কিছু শাকাহারজীবীকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.