বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে সোমবার লোকসভা নির্বাচনে ভোট দেয়ার মধ্য দিয়ে ৮১ কোটি ভোটার তাদের রায় দেয়া শুরু করেছে।
এখন পর্যন্ত সব জরিপের ফলাফল বিজেপির পক্ষে হলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো নিশ্চয়তা মিলছে না তাতে।
ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের সমর্থন নিতে বিজেপির যেমন অন্যদিকে দিকে চেয়ে থাকতে হবে, তেমনি কম আসন নিয়েও ওই সংখ্যক আসনের সমর্থন কব্জায় নেয়ার সুযোগ কংগ্রেসের সামনেও রয়েছে।
পাশাপাশি চমক দেখিয়ে দিল্লির ক্ষমতায় আরোহনের পর অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি কী ফলাফল করে, তাও দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।
কংগ্রেস কিংবা বিজেপি কেউই এককভাবে ২৭২ আসন না পেলে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী দল, রাষ্ট্রীয় জনতা দল, বহুজন সমাজ পার্টি, এআইডিএমকে, তেলেগুদেশম পার্টির মতো আঞ্চলিক দলগুলোই হবে সরকার গঠনের নিয়ামক শক্তি।
২৮টি প্রদেশের ৫৪৩টি আসনের মধ্যে প্রথম পর্বে সোমবার উত্তরপূর্বাঞ্চলীয় আসামের পাঁচটি এবং ত্রিপুরার একটি আসনে ভোট হবে। এগুলো হচ্ছে, তাজপুর, কালিয়াবর, জোরহাট, ডিব্রুগড়, লাকিমপুর (আসাম) এবং পশ্চিম ত্রিপুরা (ত্রিপুরা। )।
নয় পর্বে আগামী ১২ মে ভোটগ্রহণ শেষে ১৬ মে ফল প্রকাশ হবে, আর তাতেই হবে এতদিনের জল্পনা-কল্পনার অবসান।
এবারের নির্বাচনে মোট ভোটার ৮১ কোটি ৪০ লাখ।
প্রায় ৯ লাখ ৩০ হাজার ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনের আগে গণমাধ্যমের জরিপে এগিয়ে আছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। গুজরাট দাঙ্গার কাদা গায়ে থাকলেও ওই রাজ্যে অপেক্ষাকৃত দুর্নীতিমুক্ত সরকার পরিচালনায় সাফল্যের জন্য তার ওপর অনেকের ভরসা বলে বিশ্লেষকরা বলছেন।
উত্তর প্রদেশের বারানস আসন থেকে ভোটের লড়াইয়ে নামা মোদি নতুন চাকরি সৃষ্টি, ট্রিলিয়ন ডলার উন্নয়নের মহাপরিকল্পনা, মধ্যবিত্ত শ্রেণির উন্নয়নের পরিকল্পনাসহ বিভিন্ন আশার কথা শুনিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।