আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার

. মানবতা সাম্প্রতিক বিশ্বের সবথেকে বেশি বার বলা শব্দ। এটা ব্যাবহার করছে বেশী যারা তারাই সবথেকে বেশী মানবতাবিরোধী কর্মকান্ড চালাচ্ছে। তাই এখন মানবতা হচ্ছে - 'মানবতা' তুমি জাগ্রত হও নারীবাদীদের আহবানে , 'মানবতা' তুমি ঘুমন্ত থাকো হিজাবি বোনদের আর্তনাদে । 'মানবতা' তুমি চিৎকার কর একজন পতিতার ধর্ষণে , 'মানবতা' তুমি বোবা রুপ ধারন কর একজন ধর্ষিত ডাঃ ইভার বুক ফাটা আওয়াজে । 'মানবতা' তুমি সুশীল-মুক্তমনাদের চায়ের আড্ডা , 'মানবতা' তুমি মজলুমের বিরুদ্ধে কথার ঝুলি ।

‘মানবতা’ তুমি প্রতিবাদকে বল তাণ্ডব , ‘মানবতা’ তুমি প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে গণহত্যাকে বল প্রতিরোধ । 'মানবতা' তুমি আমন্ত্রিত হও পশ্চিমাদের কোন কুকুরের বিয়েতে, 'মানবতা' তুমি ইসলামের বিরুদ্ধে কলম ধর পশ্চিমাদের ডলার পেতে। 'মানবতা' তুমি আমেরিকার তেলের খনি , "মানবতা" তুমি বেঁচে থাকার জন্য ছটফট করতে থাকা কোন ইরাকি শিশুর শেষ ধ্বনি । 'মানবতা' তুমি চোখ বন্ধ রাখো ইসরাইলিদের হত্যাযজ্ঞে, 'মানবতা' তুমি কানে হেডফোন বহন কর ফিলিস্তিনিদের প্রতিবাদে । 'মানবতা' তুমি ব্যস্ত থাকো আমেরিকান কুকুরের মৃত্যু নিয়ে , 'মানবতা' তুমি নীরব থাকো রোহিঙ্গাদের লাশের স্তুপ দেখার আশা নিয়ে ।

'মানবতা' তুমি ঘুমিয়ে থাকো ইসলাম প্রশ্নে , 'মানবতা' তুমি গর্জে উঠো ইসলাম বিরোধীদের আহবানে । ---ফেবু থেকে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যাথা বুকে চেপে রেখে নিজেকে দিয়েছি ধিক্কার......... হায়দার হোসেনের গানের এই কথাটি আজ আমার ও বুক ফাঁটা কান্না হয়ে বেরিয়ে আসছে। হে বিস্তীর্ন জমির মালিক, সুবিশাল আকাশের মালিক তুমি আমাদের শোককে শক্তিতে পরিনত করে দেও। তোমার শ্বাশ্বত শান্তির পথ ইসলামকে বিজয়ী করে দেও। এ সম্পর্কিত সাম্প্রতিক আরেকটি পোষ্ট জোর যার মুল্লুক তার এবং শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তদের শান্তির বাণী ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.