লেখা তো যায় ই , ভাল লেখা হয় না আর কি ;) গ্রামোফোন কি জিনিস এইটা নতুন করে বলার কিছু নাই। টমাস আলভা এডিসন এর হাত ধরে আসা এমিল বারলিনার এর আবিষ্কৃত গ্রামোফোন প্রথম ভারত উপমহাদেশে আসে ১৯০০ এর শুরুর দিকে আর এইটা আনেন আমেরিকান ভদ্রলোক ফ্রেড গেইসবার্গ । কলকাতাতেই তিনি প্রথম গ্রামোফোন ডিস্ক রেকর্ড করান ১৯০২ সালে। এর শিল্পী ছিলেন গহর জান । ঘাটতে গিয়ে দেখলাম কেউ একজন বলেছেন শশীমুখি ও পানিবালা হলেন প্রথম গ্রামোফোন রেকডিস্ট শিল্পী তবে নেটে কোথাও খুঁজে কোন তথ্য পেলান না, আপনারা জানলে জানাবেন । গহর জানের রেকডিং টি ইউটিউবেই আছে , নিচে দেখুন এবং তার সম্পুর্ন ডিস্কোগ্রাফী পাবেন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।