!!!
বাংলাদেশে চলচ্চিত্র শিল্প শুরু হওয়ার পর আশির দশক পর্যন্ত চলচ্চিত্রের গানের ছিল স্বর্ণযুগ। এরপর নকলের দাপটে গান থেকে সুন্দর কথা ও সুর চলে যায়। একসময় এমনই সময় আসে যে শাহাদাত চৌধুরী'র সাপ্তাহিক বিচিত্রার চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী চলচ্চিত্রের গানকে খিস্তি খেউড় হিসেবে অভিহিত করেন। এখন অবশ্য অর্ণব, হাবীব, এস আই টুটুল এঁরা চলচ্চিত্রে কাজ করার ফলে কিছুটা হলেও শ্রুতিমধুর গানের খরা কেটেছে।
আশির দশক পর্যন্ত চলচ্চিত্রের গানে উপমহাদেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা গান গেয়েছেন।
লতা মঙ্গেশকর, তালাত মাহমুদ, মেহেদী হাসান থেকে শুরু করে সন্ধ্যা মুখার্জী, শ্যামল মিত্র, কিশোর কুমার রয়েছেন এই তালিকায়। কখনো দেশী বা কখনো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এঁরা কন্ঠ দিয়েছেন। এছাড়া 'ধীরে বহে মেঘনা' নামক চলচ্চিত্রে 'কত যে ধীরে বহে মেঘনা' শীর্ষক গানে কন্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখার্জী। সেটি আমার সংগ্রহে নেই। কারো কাছে আছে কি? গানগুলো শেয়ার করলাম আপনাদের সাথে।
০১. আমি যে আঁধারে বন্দিনী- সন্ধ্যা মুখার্জী, চলচ্চিত্র: সূর্যকন্যা
০২. কে তুমি এলে গো- আহমেদ রুশদী, চলচ্চিত্র: নতুন নামে ডাকো
০৩. মেঘ থমথম করে- ভূপেন হাজারিকা, চলচ্চিত্র: সীমানা পেরিয়ে
০৪. চেনা চেনা লাগে- শ্যামল মিত্র, চলচ্চিত্র: সূর্যকন্যা
০৫. ছেড়না ছেড়না হাত- কিশোর কুমার ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: অন্যায় অবিচার
০৬. ডাকে পাখি খোল আঁখি- হৈমন্তী শুক্লা, চলচ্চিত্র: প্রতিরোধ
০৭. ঢাকো যতনা নয়ন দু'হাতে- মেহেদী হাসান, চলচ্চিত্র: রাজা সাহেব
০৮. তোমারে লেগেছে এতো যে ভালো- তালাত মাহমুদ, চলচ্চিত্র: রাজধানীর বুকে
০৯. তুমি চাওপিয়া নদী হয়ে- হৈমন্তী শুক্লা ও সুবীর নন্দী, চলচ্চিত্র: মহানায়ক
১০. দিলের সওদা দিলওয়ালা- ঊষা উত্থুপ, চলচ্চিত্র: তিনকন্যা
১১. তুমি সুন্দর হে- আহমেদ রুশদী ও আইরীণ পারভীন, চলচ্চিত্র: তানসেন
১২. নতুন নামে ডাকো- নাহিদ নিয়াজী, চলচ্চিত্র: নতুন নামে ডাকো
১৩. পথের সাথী নামো গো পথে- শ্যামল মিত্র ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: ইয়ে করে বিয়ে
১৪. বিমূর্ত এই রাত্রি আমার- ভূপেন হাজারিকা
১৫. ভালবাসা যত বড়- কুমার শানু ও মিতালী মুখার্জী, চলচ্চিত্র: চরম আঘাত
১৬. রুই কাতলা ইলিশ- কিশোর কুমার, চলচ্চিত্র: অন্যায় অবিচার
১৭. হালকা মেঘের ঐ- আহমেদ রুশদী ও রুনা লায়লা, চলচ্চিত্র: রাজা সাহেব
১৮. ও দাদা ভাই- লতা মঙ্গেশকার, চলচ্চিত্র: রক্তাক্ত বাংলা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।