দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল মনে করেন ভারতীয় উপমহাদেশের লো অ্যান্ড স্লো উইকেট খুব বিরক্তিকর। কিন্তু ডারবানের কিংসমিডের উইকেট একেবারেই ফ্ল্যাট, যা ভারতীয় ব্যাটসম্যান এবং বোলারদের উভয়ের জন্যই শাপে বর হয়ে দেখা দিয়েছে। সমস্যাটা মরকেলদের জন্যই বেশি।
তিনি বলেন, 'ভারতীয় উপমহাদেশের উইকেটের মতোই কিংসমিডের উইকেট লো এবং স্লো। পেসারদের এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়।
সত্যি বলতে, উপমহাদেশের উইকেটের চেয়েও এটা অনেক বেশি ফ্ল্যাট, যা খুবই বিরক্তিকর। '
আর হঠাৎ ক্যালিসের শেষ টেস্ট এভাবে সামনে এসে পড়ায় মানসিকভাবেই মর্মাহত তিনি। তার ভাষায়, 'আমি ক্যালিসের জন্যই এই টেস্টটিতে খেলতে চেয়েছি। দীর্ঘ সময় একই দলের সদস্য হয়েছিলাম। ক্যালিসের মতো একজন ক্রিকেটার যখন বিদায় ঘোষণা করলেন, তখন সেটা মানতে খুবই কষ্ট হয়েছিল।
কিন্তু যেতে তো হবে সবাইকেই। শেষ পর্যন্ত সান্ত্বনা না নিয়েই খেলতে নেমেছি। '
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।