আমাদের কথা খুঁজে নিন

   

আলোর গতি এবং নিউট্রিনো

দূর! ১৷ আলোর গতি শূন্যস্থানে সেকেণ্ডে ২৯৯,৭৯২,৪৫৮ মিটার বা ৩০০০০০ কিলোমিটার বা ১৮৬০০০ মাইল৷ কাঁচ বা অন্য মাধ্যমে এই গতি আরো কম হয়৷ যেমন কাঁচের মধ্যে দিয়ে আলোর গতি প্রায় ২০০০০০ কিলোমিটার/সেকেণ্ড৷ ২৷ ১৬৭৬ সালে ওলি রোমের প্রথম দেখান যে আলো সীমাবদ্ধ গতিতে চলাচল করে৷ এর আগ পর্যন্ত ধারণা ছিলো যে আলোর গতির অসীম৷ ৩৷ শত শত বছরের মাপা ঝোঁকার পর ১৯৭৫ সালে আলোর গতি নির্ধারিত হয় ২৯৯,৭৯২,৪৫৮ মিটার/সেকেণ্ড, বা ৩০০০০০ কিলোমিটার/সেকেণ্ড৷ ৪৷ আইনস্টাইনের স্পেশাল থিওরি অব রিলেটিভিটি অনুসারে কোন কিছু আলোর চাইতে দ্রুতগতিতে চলতে পারে না৷ ৫৷ সার্নের গবেষণাগার থেকে উৎপন্ন নিউট্রিনো ৭৩০ কিলোমিটার দূরের গ্রান স্যাসো ল্যাবরেটরিতে পৌঁছতে আলোর চাইতে ৬০ ন্যানোসেকেণ্ড কম সময় নেয়৷ এই পরীক্ষা থেকে দেখা যায় নিউট্রিনো ৩০০০০৬ কিলোমিটার/সেকেণ্ডে যাচ্ছে, যা আলোর গতির চাইতে বেশি৷ ৬৷ নিউট্রিনোর গতি আলোর চাইতে বেশি, এই তত্ব এখনও প্রতিষ্ঠিত না৷ আইনস্টাইনের থিওরির বিপরীতে যায় এমন তত্ব প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট প্রমাণ একনও পাওয়া যায়নি বলে বিজ্ঞানীদের বক্তব্য৷ এর আগে ২০০৭ সালের এক পরীক্ষাতেও ধারণা করা হয়েছিলো নিউট্রিনো আলোর চাইতে বেশি গতিতে যায়, কিন্তু তখন পরীক্ষায় প্রচুর এরর মার্জিনের জন্য সেই ধারণা বাতিল করা হয়৷ ৭৷ নিউট্রিনো আলোর চাইতে বেশি গতি সম্পন্ন এটা যদি প্রতিষ্টিত হয়েও যায় তার মানে এই না যে আইনস্টাইনের থিওরি পুরো ভুল হয়ে যাবে৷ তবে এর ফলে হয়তো সময় পরিভ্রমন সম্ভব কিনা তা নিয়ে নতুন করে ভাবতে হবে৷ কেননা আইনস্টাইনের থিওরি অনুযায়ী আলোর চাইতে বেশি গতি পেলে সময় পরিভ্রমন সম্ভব৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.