আমাদের কথা খুঁজে নিন

   

এবার ওদের নাও না মেনে?

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... একটু ভেবে দেখবে এবার - আজও ওদের মেনে নেবার সময় হয়নি বুঝি? দেখ তোমার নাতনি'র মুখ? না, এখনও কথা বলেনা - খুব ছোট তো ! শুধু চেয়ে থাকে ভাসা ভাসা চোখে দেখতে কি পাও - টলটলে চোখে সেই কবেকার ফেলে আসা দূর - ছেলেবেলাকার স্বচ্ছ্ব পুকুর জল? অথবা তোমার ছোট্ট নাতিটা ক্লাস টু'তে পড়ে, হঠাৎ হঠাৎ হেসে উঠলে কার যেন ছায়া মুখে ভাসে না? তোমার জেদী ছোট-মেয়েটা জানো, ভীষণ সংসারী আজ; আচ্ছা, ওরা দোষ করেছে প্রেম করেছে - একটু বেশিই দোষ করেছে সেই দোষেরও শাস্তি-শেষের ......................................মেয়াদ কি নেই? জেদ করোনা, মান'টা ভাঙাও? পনের বছর ! .................. - ঢের তো হল শাস্তি ওরা খুব পেয়েছে একটু বেশিই এবার ওদের মেনে নেয়ার কথাটা একটু ভাবো? (উৎসর্গ : কেউ একজন'কে। তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনায় আর প্রার্থনায়...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.