আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধাভরে স্মরন করছি অকুতোভয় সৈনিক তপন, মুনির ও জুয়েলকে

সমাজকর্মী ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর, সারাদেশে চলছে তখন স্বৈরাচারবিরোধী আন্দোলন। আর এই আন্দোলনের অগ্রভাগে ছিলেন ছাত্ররা। স্বৈরাচার এরশাদ সরকারকে হঠানোর জন্য সিলেটে সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে নিয়ে গঠিত হয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ। সেই আন্দোলনকে রুখতে কোনো উপায়ান্তর না দেখে স্বৈরশাসকের অনুচররা সিলেটের রাজপথে নামিয়ে দেয় শিবিরের ক্যাডারদের। যে সিলেটকে একদিন প্রগতিশীলরাই নিয়ন্ত্রন করতো, সেই সিলেটে ১৯৮৭-৮৮ সালে রাজপথে প্রশাসনের সহযোগিতায় জামায়াত-শিবির প্রথম প্রকাশ্যে আসে।

তখন শিবিরের সশস্ত্র মিছিলের সামনে ও পেছনে থাকতো পুলিশ প্রটেকশন। প্রশাসনের মদদ পেয়ে ১৯৮৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেটে তাণ্ডব চালায় শিবির ক্যাডাররা। ৭ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজের ছাত্র সংসদের ভিপি ও আওয়ামী ছাত্রলীগ নেতা খসরুজ্জামানের ওপর হামলা চালায় শিবির ক্যাডাররা। মৃত ভেবে খসরুজ্জামানকে ফেলে রেখে যায় ক্যাডাররা। এরপর ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর সশস্ত্র মহড়ার মাধ্যমে শহরময় আতঙ্ক সৃষ্টি করে শিবির।

প্রশাসনের প্রত্যক্ষ মদদে অস্ত্র হাতে শহরময় দাপিয়ে বেড়ায় শিবির ক্যাডাররা। বন্ধ করে দেয়া হয় সিলেটের সবগুলো কলেজ। এ পরিস্থিতিতে সিলেট ছাত্র সংগ্রাম পরিষদ ২৪ সেপ্টেম্বর প্রতিরোধ দিবসের ডাক দেয়। মৌলবাদ ও স্বৈরশাসন প্রতিরোধ দিবস। ২৪ সেপ্টেম্বর ছাত্র সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন নিজস্ব ব্যানারে মিছিল করে নগরীর বিভিন্ন জায়গা থেকে পৃথক পৃথকভাবে এমসি কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এ সময় নেতাকর্মীদের ওপর হামলা চালায় সশস্ত্র শিবির ক্যাডাররা। সশস্ত্র এই হামলা চালিয়ে হত্যা করে জাসদ ছাত্রলীগের তিন অকুতোভয় সৈনিক তপন, মুনির ও জুয়েলকে। এই তিন জনের অপরাধ ছিল তাঁরা সিলেটে জামাত-শিবিরের অবস্থানের বিপক্ষে রুখে দাঁড়িয়েছিল, অপরাধ ছিল তাঁরা স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করছিল। আজ ২৪ সেপ্টেম্বর, পৈশাচিক সেই হত্যাকাণ্ডের ২৩ বছর। শ্রদ্ধাভরে স্মরন করছি অকুতোভয় সৈনিক তপন, মুনির ও জুয়েলকে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.