ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান, রায় ঘোষণার পরপরই ট্রাইবুনালের বাইরে মুক্তিযোদ্ধা সংসদের প্রায় অর্ধশতাধিক সদস্য।
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান।
এ সময় গোলাম আযমের আত্মীয় সন্দেহে বিক্ষোভকারীরা পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে মারধর শুরু করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
মারধরের সময় ওই ব্যক্তি নিজেকে গোলাম আযমের আত্মীয় হিসাবে অস্বীকার করলেও নিজের পরিচয় দেননি।
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারক এ টি এম ফজলে কবীর সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বহু প্রতীক্ষিত এই রায় ঘোষণা করেন।
রায়ে গোলাম আযমকে মোট ৯০ বছরের কারাদণ্ড দেয় যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত এই বিশেষ আদালত।
বিচারক বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে হত্যা ও নিযার্তনের ষড়যন্ত্র ও সহযোগিতা, উস্কানি দেয়া, সম্পৃক্ততার পাঁচ ধরনের অভিযোগের সবকটি প্রমাণিত হয়েছে।
উপমহাদেশের বিতর্কিত ধর্মীয় রাজনীতিক আবুল আলা মওদুদীর অন্যতম প্রধান শিষ্য গোলাম আযমকে যুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব দেয়ার অপরাধে এই দণ্ড দেন বিচারক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।