আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব রেকর্ডের পথে ইভা রহমান। রিকি মার্টিনকে ডিফিট দিতে যাচ্ছেন!!! ( হাসমু না কানমু)

খবরটি মানব জমিনে ছাপা হয়েছে। সেখানে যা লেখা হয়েছে তা কপি পেস্ট করলাম- বিশ্বরেকর্ডের পথে হাঁটছেন আলোচিত কণ্ঠশিল্পী ইভা রহমান। বিশ্বনন্দিত কণ্ঠ তারকা রিকি মার্টিনকে ছাপিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখাতে যাচ্ছেন এ শিল্পী। যার জন্য আর মাত্র চারটি ধাপ বাকি তার। এমনটাই দৃঢ়কণ্ঠে জানালেন ইভা রহমানের পথ প্রদর্শক ড. মাহফুজুর রহমান।

সদ্যসমাপ্ত ঈদ উপলক্ষে এটিএন মিউজিকের ব্যানারে প্রকাশ পায় ইভা রহমানের ১৮তম একক অডিও-ভিডিও অ্যালবাম ‘মনে আল্পনা এঁকেছি’। ইবরার টিপুর সুর-সংগীতায়োজনে তৈরি এ অ্যালবামের মেলোডিনির্ভর গানগুলো এরই মধ্যে প্রশংসা পেয়েছে। আর জনপ্রিয়তা পেয়েছে অ্যালবামটির দৃষ্টিনন্দন ব্যয়বহুল মিউজিক ভিডিওগুলো। এর আগে ইভা রহমানের বেশিরভাগ মিউজিক ভিডিও দেশের বাইরে উল্লেখযোগ্য স্থানে চিত্রায়িত হলেও এবারের ভিডিওতে স্থান পেয়েছে দেশের দৃষ্টিনন্দন প্রাকৃতিক লোকেশন। আর গানের মান বিচারেও অন্য যে কোন অ্যালবামের চেয়ে এ অ্যালবামের গানগুলো বেশি মেলোডিয়াস বলে মনে করছেন ইভা রহমান।

তিনি বলেন, এ পর্যন্ত অনেক জনপ্রিয় এবং নামীদামি দেশ-বিদেশের সুরকারদের সুরে আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে। তবে অতীতের সব অভিজ্ঞতা থেকে এবারের অ্যালবামের অভিজ্ঞতা আমার কাছে সবচেয়ে স্বস্তির। কারণ, এবার আমার গানগুলো একেবারে নিজের মনমতো হয়েছে, গান রেকর্ডিংয়ের ক্ষেত্রে টিপু ভাইয়ের আন্তরিকতাও ছিল শতভাগ। একজন মিউজিক ডিরেক্টরের কাছ থেকে এমন আন্তরিকতা এবং সহযোগিতা সব সময় পাওয়া যায় না। এদিকে ইভা রহমানের ১৮তম একক অডিও-ভিডিও অ্যালবাম ‘মনে আল্পনা এঁকেছি’র সফলতার সূত্র ধরে ড. মাহফুজুর রহমান বলেন, গিনেজ বুকে নাম লেখাতে ইভা রহমান আর মাত্র চারটি অ্যালবাম থেকে দূরে আছে।

আশা করছি দেখতে দেখতে তার আরও চারটি অ্যালবাম প্রকাশ হয়ে যাবে। এবং বিশ্বে সর্বাধিক একক মিউজিক ভিডিও অ্যালবামের শিল্পী হিসেবে ইভা রহমানের নাম উঠবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। আমরা এখন সেই স্বপ্নের পথেই এগুচ্ছি। তিনি আরও বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি এখন পর্যন্ত সর্বাধিক একক ভিডিও অ্যালবাম হিসেবে শীর্ষে রয়েছেন রিকি মার্টিন। যার ২১টি একক ভিডিও অ্যালবাম রয়েছে।

সেই পথে ইভা রহমানের ইতিমধ্যে সফল ১৮টি ভিডিও অ্যালবাম প্রকাশ পেয়ে গেছে। এদিকে শুধু মিউজিক ভিডিও অ্যালবাম দিয়েই অদূর ভবিষ্যতে বিশ্বরেকর্ড গড়তে চাইছেন না ইভা রহমান। একই সঙ্গে আরও বেশ কিছু মাধ্যমে বিশ্বের মধ্যে অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন সবার ভালবাসা এবং সহযোগিতা নিয়ে। যার সূত্র ধরে এরই মধ্যে প্রকাশ পেয়েছে তার হিন্দি এবং উর্দু গানের দু’টি একক। নতুন করে উদ্যোগ নিচ্ছেন ভিন্নমাত্রার আন্তর্জাতিক মানের আরেকটি অ্যালবামের।

যে অ্যালবামে একটি গানে ইভা রহমান কণ্ঠ দেবেন বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায়, যা মুক্তি পাবে আন্তর্জাতিকভাবে। ঠিক এমন ধারার একক অ্যালবাম বিশ্বের আর কোন শিল্পীর আছে কি-না এ বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন ইভা রহমানের কর্তা ড. মাহফুজুর রহমান। এদিকে সব মিলিয়ে ইভা রহমানের ভাষ্য এমন- আমি আসলে রেকর্ড নিয়ে ভাবছি না। কখনও এতটা পথ এগুবো সেটা ভাবিনি। মাহফুজুর রহমান সাহেবের অকৃপণ উৎসাহ আর আমার চেষ্টায় গান করে আসছি।

আমি এখনও গানটাকে শিখছি। গেল পাঁচ বছরে আমার ১৮টি অ্যালবাম প্রকাশ পেলেও আমি মনে করি এ পর্যন্ত গানের আমি পাঁচভাগ শিখতে পেরেছি। বাকি ৯৫ ভাগ কবে শিখবো সেই ধ্যানে আছি। বিশ্বরেকর্ড কিংবা স্বদেশী রেকর্ড নিয়ে আমি ভাবতে চাই না। তবে রেকর্ড করে ফেললে এবং সেটার স্বীকৃতি পেলে ভালই লাগে সত্যি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.