আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। আজ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে গোলাম আজমরা আসলে প্রকৃত দেশদ্রোহী না, আসল দেশদ্রোহী হলো তারা যারা বার বার এদের ভোট দেয় ... আজকের রায়ের পরে আওয়ামী লীগকে ভোট দেওয়ার যক্তিকতা থাকে না, তার মানে এওতো হতে পারে না যে আমাকে অন্য কোন দলে ভিরতে হবে ... আমি আজ একটা নতুন দল খুললাম ... "না ভোট" দল ...
আগামী নির্বাচনে আমি ভোট দিনে দিবো "না ভোট", আর যদি "না ভোটের" সুযোগ রাখা না হয় তাহলে ভোটই দিমু না ... মজা করে ভোট দিতে যাওয়া আর শখ করে পু** মারানো একই কথা ... অন্যায়ের বিপক্ষে ছিলাম এখনো থাকবো ... কোন মানে হয় না ভোট দেওয়ার ...
দেশ কে ভালবাসলে এদের বা অন্য কোন দলকে ভোট দেওয়ার কোন মানে হয় না।
তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশপ্রেম থেকে তারা রাজনীতি করে না। তারা রাজনীতি করে ধান্দা থেকে। তাদের ধান্দা আমাদের দেশ নিয়ে, তাদের ধান্দা আমাদের ইমোশোন নিয়ে, তাদের ধান্দা আমাদের স্বাধীনতা নিয়ে। এভাবে চলতে দেওয়া যায় না।
তাই এদের ভোট দেওয়া থেকে বিরত থাকুন।
আসুন আওয়ামী বা বিএনপি দালাল না হয়ে দেশপ্রেমিক হই। দেশ আবার ডাক দিয়েছে স্বাধীনতার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।