বিকেলে বাসায় ফিরে মাথা ব্যথার কারনে শুয়ে পড়লাম। হটাৎ করে ঘুম ভেঙ্গে গেলো। চিন্তা করলাম কারনটা কি? প্রচণ্ড আওয়ায আসছে পাশের বিল্ডিং থেকে। বোধহয় কোন বিয়ে উপলক্ষে এ গান বাজনা। কিন্তু হাই ভলিউমএ এভাবে গান বাজাবে!!!!!! নাগরিক জীবনের এ এক যন্ত্রণা। কী সেলুকাস এই দেশ আর মানুষ জন। আমরাই তো রাস্তা ঘাটে কমন সেন্স নিয়ে মুখে ফেনা তুলি। কিন্তু........................ আরে ভাই বিয়ে উপলক্ষে তো গান বাজনা আনন্দ উল্লাস করবিই। কিন্তু তাই বলে কী প্রচণ্ড সাউন্ড দিয়ে ছাদের উপর গান বাজাবি?!!!! আসে পাশে তো কত অসুস্থ মানুষ, শিশু আর শিক্ষার্থী আছে। তাদের তো কত ক্ষতি হচ্ছে একটু খেয়াল করে দেখলে হয়না??? কখনো তো নিজেই এর ভিকটিম হোস, তখন কেমন লাগে??????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।