##### পোশাক ব্যবহারে যন্ত্রণার জ্বালা ========================= পঞ্চাশ ডলারের বিনিময়ে একটা টি-সার্ট বা একটা গেঞ্জি কেনার সময় যে-ক্রেতাটি গর্বভরে ভেবেছিল, তার দেওয়া চড়ামূল্য থেকে গার্মেন্টস্-এর শ্রমজীবী কর্মীটিও সমান হারে তার প্রাপ্য উপযুক্ত মজুরি পেয়েছে, সেই গর্বিত ক্রেতাটি যেন নিজের গালে নিজে কষে চড় মেরে পরনের ঐ পোশাক খুলে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। উন্নত কোনো দেশের সভ্য নাগরিকের পরিচয়ধারী পোশাক ব্যবহারকারীটি যদি কোনো বিবেকবান ব্যক্তি হয়ে থাকে তো, চরমভাবে অবহেলিত শ্রমিকের শ্রমে তৈরি পোশাকটি পরিধান করামাত্রই তার দেহে তেমনি যন্ত্রণার জ্বালা ধরা স্বাভাবিক, যেমন যন্ত্রণা নিয়ে জ্বলে পুড়ে মৃত্যুবরণ করেছে গার্মেন্টস্-এর কর্মীরা এখানে সাভারের ধসে পড়া ভবনে। গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : মে দিবস ২০১৩খ্রি:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।