আমাদের কথা খুঁজে নিন

   

রমজানে হরতাল উৎসব অনভিপ্রেত: এফবিসিসিআই

সোমবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।
রায় ঘোষণার পর পরই তা প্রত্যাখ্যান করে গোলামের আজমের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বাম ছাত্র-যুব সংগঠনগুলো ও গণজাগরণ মঞ্চ।
অন্যদিকে পাল্টা গোলাম আযমের নিঃশর্ত মুক্তির দাবিতে একই দিন হরতাল ডেকেছে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলাম।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, পবিত্র রমজান মাসে হরতালকে এক ধরনের উৎসব হিসেবে নিয়ে হরতাল আহ্বানের প্রতিযোগিতায় নেমেছে জামায়াতে ইসলাম, গণজাগরণ মঞ্চ ও বাম মোর্চা, যা ব্যবসায়ী জনতার কাছে অনভিপ্রেত।
দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এবং পবিত্র রমজান মাসকে বিবেচনায় নিয়ে মঙ্গলবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।