হতেও পারে
কোন মানুষের সব কাজ ভালো হবে বা সব খারাপ হবে এমন কোন কথা নেই । একজন মানুষ তার কর্মজীবন ভালো এবং খারাপের এক অদ্ভুত সংমিশ্রণ , কিন্তু ক্রিস্টোফার নোলান এমনই একজন চলচিত্র নির্মাতা যার কোন ছবি এখন পর্যন্ত আমার খারাপ লাগে নাই । IMDB থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নোলানের কোন সিনেমার রেটিং ৭ (১০ এর মধ্যে) এর নিচে নয়।
এই ব্রিটিশ পরিচালক ১৯৭০ সালের ৩০ এ জুলাই লন্ডনে জন্ম গ্রহণ করেন। ইংরেজি সাহিত্যের একজন গ্রাজুয়েট হিসেবে শিক্ষাজীবন শেষ করেন।
১৯৯৬ সালে তার রচিত স্বল্প দৈর্ঘ্য "larceny" কেমব্রিজ চলচিত্র উৎসবে প্রচারিত হয়। তার রচিত প্রথম পূর্নদৈর্ঘ্য চলচিত্র Following মুক্তিপায় ১৯৯৮ সালে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচিত্র Inception(২০১০) এর মধ্যে তৈরি করেছেন আরো বেশ কিছু চলচিত্র । এবার তার পরিচালিত চলচিত্রগুলোর দিকে একটু নজর দেই।
১। Inception : আমার দেখা সবথেকে ইউনিট আইডিয়ার সিনেমা এটা ।
স্বপ্নের মাধ্যমে একজনের মাথায় চিন্তা ঢুকিয়ে দেয়ার এক অদ্ভুত খেলা নিয়ে তৈরি এই চলচিত্র।
ডাউনলোড লিঙ্ক: http://digitalmoviez.com/blog/inception-2010/
২। The Dark Knight : আমি ব্যক্তিগত ভাবে কখনই সুপার ম্যান ,স্পাইডার ম্যান , ব্যাটম্যান এই টাইপের চলচিত্রগুলোকে নিয়ে তৈরি সিনেমা পছন্দ করিনা (যদিও ছোটবেলায় করতাম)। তারপরো এই ছবিটি (ব্যাটম্যান সিরিজের ২য়) আমার কাছে বেশ ভালো লেগেছে । গোথাম শহরের এক খলনায়ক (জোকার) এবং এক বিলিওনার ব্যবসায়ী ব্রুস ওয়েন ,গোথাম শহরের প্রয়োজনে যিনিই আবার ব্যাটম্যানের ভূমিকায় অবতীর্ণ হন এই দুইয়ের মধ্যকার লড়াই নিয়েই এই সিনেমা।
ডাউনলোড লিঙ্ক: Click This Link
৩। The prestige : এক কথায় অসাধারণ এক সিনেমা । লন্ডন শহরের দুই জাদুকরের দ্বৈরথ নিয়ে এর কাহিনী। কেউ কারো থেকে কম না একজন অপরজনকে হারানোর এক উন্মত্ত নেশায় মত্ত। কেউই হার মানতে চায়না।
কিন্তু শেষ পর্যন্ত একজনের হার মানতে হয় ,কিন্তু এটাকে ঠিক হারও বলা যায়না। যারা সিনেমাটা আগে দেখেন নি তাদের কে আমার ওপেন চ্যালেঞ্জ সিনেমাটার শেষ পর্যন্ত দেখার আগ পর্যন্ত আপনি কোন অবস্থাতেই আসল জিনিসটা ধরতে পারবেন না। এবং সিনেমা শেষ হবার ঠিক একটু পরেই সিনেমাটা কে আরেকবার দেখতে ইচ্ছে করবে।
ডাউনলোড লিঙ্ক: Click This Link
৪। The Batman Begins : এই সিনেমাটা মূলত ব্যাটম্যান সিরিজের প্রথম মুভি ।
সিনেমাটার কাহিনী এবং ডায়লগগুলো আমার ভালোই লেগেছে । মূলত কিভাবে এবং কিসের জন্য ব্যাটম্যানের সৃষ্টি হয়েছিলো সেটাই এই সিনেমার মূল উপজীব্য।
ডাউনলোড লিঙ্ক: Click This Link
৫। Insomnia : দুইজন গোয়েন্দা ,একটি কিশোরী হত্যার ঘটনা তদন্ত করতে একটি শহরে যায় । সেখানে গিয়ে খুনিকে ধরতে গিয়ে এক গোয়েন্দা আরেক গোয়েন্দাকে ভুলবশত গুলি করে হত্যা করে, কিন্তু মূল খুনি ঠিকই পালিয়ে যেতে সমর্থ হয় ।
যে গোয়েন্দা তার সহকর্মীকে খুন করতে করেছিলো ,সে সব প্রমাণ চাপা দেয়ার চেষ্টা করছিলো , কিন্তু ভিলেন (কিশোরীর হত্যাকারী) সবই জানতো এবং নানা উপায়ে তাকে ব্লাকমেইল করার চেস্টা করতে থাকে । মূল খুনি এবং গোয়েন্দার এই মনস্তাত্ত্বিক লড়াই নিয়ে এক অসাধারণ ড্রামা।
ডাউনলোড লিঙ্ক: http://stagevu.com/video/qmidfjosjcjc
৬। Memento : একজন short term memory loss রোগে আক্রান্ত রোগী ,স্ত্রীর হত্যাকারীকে খুঁজে বের করাই যার একমাত্র লক্ষ্য । এই নিয়ে গড়ে উঠেছে সিনেমাটার কাহিনী।
সিনেমাটার মেকিং আমার কাছে অসাধারণ লেগেছে।
ডাউনলোড লিঙ্ক: http://digitalmoviez.com/blog/memento-2000/
৭ । Following : নোলানের প্রথম মুভি । কিন্তু এখনো দেখার সুযোগ হয়নি। তাই কিছু বলতে পারলাম না , তবে খারাপ হবেনা হাজার হোক নোলানের হাতে তৈরি
ডাউনলোড লিঙ্ক: http://stagevu.com/video/fyixrgzbpect
এছাড়াও উনি বেশ কিছু short flim তৈরি করেছেন
তার আরো দুটি সিনেমা বর্তমানে The Dark Knight Rises(মুক্তি পাবে ২০১২ সালে ) এবং Man of Steel(মুক্তি পাবে ২০১৩ সালে )
ক্রিস্টোফার নোলান এখন পর্যন্ত যে সমস্ত পুরস্কার পেয়েছেন তার একটি তালিকা এই লিঙ্কে পেতে পারেন .
*************************************
মুভি নিয়ে আমার আগের কিছু পোস্ট
আমার জানা সমস্ত মুভি ডাউনলোডের সাইট একসাথে।
আমার ভালো লাগা ১০টি মুভি ,সেই সাথে ডাউনলোড লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।