মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... দিন তিনেক আগে পোস্ট করা কবিতা'টার ইংরেজী ভার্সন (বাংলা'টাও সংযুক্ত) And they'll make stories about us Most of them won't get it at all ! There'll be some who'll get it wrong - But all admit - it's all our fault ! They may write books on us too ! Who'll buy that? - the story's known ! And publishers can not but curse - Toward us all the curses be drawn. There will be big statue of us Where they pass by - on the street They all pretend they sure not see Though all know every inch of it ! The wall - on which we wrote our name Is long gone, as the time gone by And 'tis too our fault - people agree Fact that neither the gossipers deny Alas ! The earth has another vibe! 'course its us - to be found guilty; 'cause even God hateth you and I In holy land, who else can it be? The teen girl's getting out of control ! The boy who dared, is still standing tall? "Why wouldn't they?'', the angry parents say Who's really guilty, they know after all. And there's the traffic - 'tis all our fault The food's overcooked - our fault at all The drainage is gone - of course its us Its us even when the Governments fall ! If some day, you can't take it more, Run to the statue over the street Punch so hard that the stone gets bleed Hurt yourself? - hmm, that's how we treat ! বাংলা'য়: কিংবদন্তী ওরা আমাদের নিয়ে মস্ত গল্প বানাবে কেউ বুঝবে না সেই গল্পের মানে, কেউ বা আবার পুরোটাই ভুল বুঝবে আমাদের ওরা দোষ দিতে শুধু জানে ! সেই গল্পের বই-ও বেরোবে হয়তো কেউ কিনবে না - গল্প সবার জানা নিরুপায় হয়ে পাবলিশার'রা রেগে আমাদেরই নামে অভিশাপ দেবে টানা ! আমাদের বড় ভাস্কর্যও থাকবে চৌরাস্তায়। প্রতিদিন যেতে আবার ভাণ করবে ওরা - 'কেউ দেখছে না' প্রতিটি ইঞ্চি মুখস্ত তবু সবার ! তোমার আমার নাম লেখা যে দেয়ালে সেই কবে তার আস্তর গেছে খসে - তাও যে শুধু আমাদেরই দোষে - মেনে নেয় আড্ডাবাজেরা চা-য়ের ক্যাফেতে বসে। হঠাৎ প্রবল ভূমিকম্পটা হলে আলবৎ দোষ আমাদের, আর কার? পূণ্যভুমিতে তুমি আর আমি ছাড়া কার প্রতি আর আক্রোশ বিধাতার? জেদী মেয়েটাকে সামলানো যাচ্ছে না ! অসভ্য ছোঁড়া এখনও দাঁড়িয়ে ওখানে? 'ওদের কী দোষ?' - গজগজ করে বাপ-মা দোষটা যে কার সব্বাইতো তা জানে ! চৌরাস্তায় জ্যাম - আমাদেরই দোষে নুডুলসটা পুড়ে গেল - আমাদেরই দোষে জলাবদ্ধতা - সব আমাদের দোষ সরকার অচল - তাও আমাদের দোষে ! কখনও যদি রাগটা চরমে পৌঁছে, রাস্তার মোড়ে মূর্তির কাছে গিয়ে - জোরসে ঘুষিতে দিয়ো মোর নাক খসে হাতে ব্যথা পাও? - হুম, আমাদেরই দোষে... ১ নম্বর মন্তব্যটাও পোস্টের অংশ। তবে আপনার মন্তব্য (যদি করার ইচ্ছা জাগে) করে আসার পরই ১ নম্বর কমেন্ট'টা দেখবেন, এইটুকু অনুরোধ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।