আমাদের কথা খুঁজে নিন

   

কিংবদন্তী বিনির্মাণ



ঈশ্বর বলিলেন, এ হেন আব্দার করিও না, তুমি সহ্য করিতে পারিবে না অনন্ত সৌন্দর্যের অপার বিভা। এতদ্সত্ত্বেও অবুঝ বালক জেদে মুসা বলিলেন, 'হে প্রভু, হে আমার প্রিয়, সমস্ত সুন্দরের আধার তুমি, আমি তোমাকে প্রত্যক্ষ করিতে চাই।' অতঃপর ঈশ্বর বলিলেন, 'তথাস্তু। তুমি আইজ বৈকালে তুর পাহাড়ের নৈকট্যে আসিও, আমি অনন্ত সৌন্দর্যের সামান্যতম বিভা প্রকাশ্ করিব।' পশ্চিমাকাশে সূর্য যখন তাহার সৌন্দর্য পৃথিবীতে ঢালিয়া দিতে মগ্ন তৎক্ষণে মুসা তুরের পাদদেশে দাঁড়াইয়া বলিয়া উঠিলেন, 'আমি হাজির হইয়াছি, হে আমার প্রিয়, এবার দেখা দাও।' ঈশ্বর কহিলেন, আমি আমার সুন্দরের হাজারো পর্দার মাত্র একটি সরাইতেছি, পারিলে তুমি অবলোকন কর। সহসাই, আকাশ ঝলসাইয়া উঠিল, দাউ দাউ আগুনে জ্বলিয়া উঠিতে লাগিলো তুর পাহাড় চূড়া। মুসা সম্মুখপানে তাকাইতে সক্ষম হইল না, উর্দ্ধমুখী নেত্র খুলিয়া বলিতে শুরু করিল- ' হে প্রভু, হে আমার সুন্দর, থামো এবার, আমি যে আর পারিতেছি না! এখন আমি নিশ্চিত, সুন্দর অবলোকন করার সাধ্য মানবের নাই। সুন্দর শুধুমাত্র অনুভব করিবার বিষয়, আজ হইতে আমি সুন্দরকে হৃদয় দিয়া অনুভব করিবার সংকল্পাবদ্ধ হইলাম।'

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।