আমাদের কথা খুঁজে নিন

   

আমি সব বুঝি, আমি তো বস!!!

আমি আমার অলস ভাবনাগুলো লেখার চেষ্টা করি। ফেসবুক এ ঢুকলে মনে হয় বাংলাদেশের আবালবৃদ্ধবনিতা লেখক হয়ে গিয়েছে। সবাই এক এক জন জিবন্ত ডাটাবেস। আর এই ডাটাবেস গুলা খুব ই অদ্ভুত!!!!! একটা বানানো উদাহরণ দেই। কেউ যদি কোন একটা ঐতিহাসিক বিষয় জানতে চায় এবং ৫০ জন জিবন্ত ডাটাবেসকে জিজ্ঞাসা করে ঘটনা টা কি ছিল একটু বলেনতো? আমি নিশ্চিত ৫০ জনের কাছ থেকে ৫ রকম ইতিহাস জানতে পারবে।

আমার ধারনা আমাদের দেশে নিয়মিতভাবে কোন ঘটনার পর ইতিহাস এর সংস্করণ করা হয়, নাহলে তো অধিক প্রকার এর ইতিহাস হওয়ার কথা না। যাইহোক, আমি ইতিহাস তেমন জানিনা। ততটুকুই জানি যতটুকু দেশ আমাকে "ইতিহাস অলঙ্করণ" করে জানায় এখানে আমার কিছুই করার নাই। আবার শুরুতে চলে যাই, ফেসবুক হচ্ছে বর্তমানে নিজেকে জাহির করার সব থেকে বড় মাধ্যম, আমি নিজেও করি। জাহির করি কিভাবে এবার সেটা বলি, উনারা এটা করছে, সেটা করছে, কেন করে নাই? কেউ ভালো না, মুক্তি চাই, বিচার চাই, আগে ভালো ছিল, বিদ্যুৎ নাই ইত্যাদি।

এর মানে ঘটনা ঘটে যাওয়ার পর যুক্তি দিয়ে ঘটনার ব্যাখ্যা দাড় করিয়ে, হুমমমমম!!!!!!! (আমি সব বুঝি, আমি তো বস!!!) ভাইরে তরকারি তে ঝাল, লবন বেশি হইলে পাগলেও বুজে। ঝাল লবন বেশী হইলে ওইটা কিভাবে কমানো যায় সেটা একটু শিখতে চাই। আর একটা উপায় আছে রান্না করার আগে রেসিপি ভালো মতো জানা। এজন্যই শুরুতে বলে নিয়েছি রেসিপি সংস্করণ করা যায়। নিজেকে জাহির করার জন্য মাফ চাইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.