গতকাল দুপুরে নামাজ পড়ে বের
হচ্ছি । হঠাৎ এলাকার এক ছোট ভাই
ক্লাস সিক্সে
পড়ে দৌড়ে এসে আমারে থামালো।
চেহারা দেখে মনে হল বেচারা খুব
খুশি। ভাবলাম পরীক্ষার রেজাল্ট
দিছে বোধহয় , তাই বলতে আসছে। তার নামও
মামুন ।
আমি অতি উৎসাহ নিয়া বল্লাম
- কিরে এতো খুশি কেন ? রেজাল্ট
দিছে নাকি ?
- আরে না ভাইয়া রেজাল্ট
দিবে কেন ? এমনিতে খুশি।
তোমাকে একটা কথা বলব প্রমিজ করো
কাউকে বলবে না ?
- কি এমন কথা ? আচ্ছা যা , বলব না ।
- সত্যি তো ?
- হুম ।
- ভাইয়া ,
আমি একটা মেয়েকে ভালোবাসি
- হাআ !! [ সাথে সাথে মাথাটা চক্কর
দিয়া উঠলো , এই পোলা কয় কি? নাক
টিপলে দুধ বাইর হয় এহনো ! ]
- ভাইয়া , এই দেখো
- এইডা কি ?
- মোবাইল
- মোবাইল দিয়ে কি করছ ?
- কথা বলি
- কার সাথে ?
- আরে ধুর , ঐ মেয়েটার সাথে আর কি ।
- ওর মোবাইল আছে ?
- না , ওর আম্মুরটা ,
ভাবছি আমি একটা কিনে দিব
- তুই টাকা পাবি কই ?
- আম্মুকে বলে নিবো আর কি
- ও ।
- ভাইয়া একটা সমস্যা
- কি সমস্যা ?
- ও যে বাসায়
থাকে সেখানে একটা ছেলে থাকে ইণ্টারে
ছেলেটা আমার
বান্ধবিকে নাকি ভালোবাসে
- কঠিন সমস্যা , এখন
কি ছেলেটারে পিটামু ?
- না না । তুমি আমাকে এমন কিছু
বলে দাও
যা শুনলে মেয়েটা বুঝবো আমি ওকে অনেক
ভালোবাসি ।
- আচ্ছা বলব , তার আগে একটা কথা বল
- কি কথা ?
- টম এন্ড জেরি দেখস ?
- আগে দেখতাম , এখন বড় হইছি তাই
দেখতে ভাল লাগে না ।
- হুম , প্রেম হইলো টম এন্ড জেরি কার্টুনের
মত । এখন
দেখতে ভাল লাগবো কারণ তুই
ছোট , যখন বড় হবি তখন ভাল
লাগবে না ।
- বড় হলে কি ভালো লাগবে ?
- জাতীয় সংসদ !
- কেন ?
- তখন একজন ভাষণ দিবে আর তুই শুধু
শুনবি । কথা বলতে গেলেই মাইক অফ !
- তুমি প্রেম করো না ?
- করি তো বাধ্য হয়ে
- ও ।
- মেয়েটার কোনো বড় ভাই আছে ?
- আছে
- তাইলে ওই মাইয়া থেকে ১০০ হাত
দূরে থাক
- কেন ?
- ও তো তোর দুলাভাই লাগে না , যে ওর
বোনের সাথে প্রেম করবা আর ও
তোমারে কোলে নিয়ে নাচবে !
- কি বলো এগুলা ?
- এসব চিন্তা বাদ
দে পড়া নিয়া বিজি থাক ।
- ধুর, তুমি মুডটা খারাপ করে দিলা !
আমি কিছু বলার আগেই রাগ করে চলে গেলো ।
আর আমি হতাশ হয়ে তাকিয়ে দেখছিলাম
জাতির ডিজিটাল পুলাপাইন গুলারে ।
ভাবতেছি আমার সিঙ্গেল বন্ধু
গুলারে আজকে একটা করে দড়ি দিয়ে বলবো ,
কচু গাছের লগে ফাঁসি খা ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।