আমি বুঝি না-
১। সাম্প্রদায়িক লোকজন পরিমল ইস্যুতে বেশী উৎসাহী , তাই বলে অসাম্প্রদায়িক লোকজনকে কেন এই বিষয়ে কম সরব/ নিরব থাকতে হবে?
২। ধরুন আমি একটা নির্দিষ্ট দলের নিরব সমর্থক, কিন্তু কেন আমার দলের নেতার বিরুদ্ধে উঠা কোন অভিযোগ নিয়ে নিশ্চুপ থাকব? সেটা যদি রাশেদ খান মেনন ও হয়। অভিযোগ মানেই তো আর সত্যতা নিশ্চিত না। কেন আমরা যথাযথভাবে ঐ অভিযোগ খণ্ডানোর চেষ্টা করবো না?
৩।
আমাদের জেনারেশনে আমরা প্রথম আলোর ভক্ত-পাঠক, অনেক কারনেই। কিন্তু কেন আমরা প্রথম আলোর সমালোচনা সহ্য করতে পারবো না? সমালোচনা মানে তো আমরা সংশোধন চাই, বিলুপ্তি না।
৪। ইদানীং বিভিন্ন ইস্যুতে মাথা গরম হইয়া যায়, আগে এমন ছিলাম না। সাম্প্রতিক রুমানা মাডাম, গ্যাস চুক্তি, বা এখনকার পরিমল ইস্যু ।
মনে হইতাছে দেশে থাকলে কমপক্ষে মানব্বন্ধন গুলাতে অংশ নিতাম।
৫। পরিমল ইস্যুতে রাগ ইমনের পোস্টটা পড়তে পারেন। View this link
৬। আমার নিজের বোন নাই, কিন্তু আমার প্রায় সমবয়সী (২১)এক খালা আছে।
ইভ টিজিং, নারী নির্যাতন এসব বিষয়ে একটি বার খালি ঐ অবস্থানে নিজের খালাকে কল্পনা করি, শিউরে উঠি।
৭। দেশ নিয়া আশাবাদী হতে চাই, কিন্তু পারি না।
৮। কিছু দিন আগে ব্লগার উদাসী স্বপ্নের একটা লেখা পড়ছিলাম, কিভাবে সমাজ বদলানো যায়, ভালো লেগেছিল।
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।