বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষকরাই পরীক্ষার্থীদের নকল দিয়ে সহায়তা করেছেন। অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রমাণ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকরা এধরনের অবৈধ কাজে জড়িত থাকায় বাংলাদেশ মেডিকেল কলেজের কেন্দ্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এখন থেকে কলেজটির পরবর্তী সব লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবং মৌখিক পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।
বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম তদারকি করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের নকল করতে শিক্ষকরা সহযোগিতা করছেন এরকম একাধিকবার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ঢাবি পরীক্ষা নিয়ল্প্পক মো. বাহালুল হক চৌধুরী বলেন, প্রায় দুই মাস আগে বাংলাদেশ মেডিকেল কলেজ কেন্দ্রে একটি ব্যাচের পরীক্ষায় নকলে শিক্ষকদের সংশ্লিষ্টতায় অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি ওই কলেজে গিয়ে দীর্ঘ তদন্ত শেষে রিপোর্ট দেয়।
রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া পরই ওই কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ওই কলেজের কেন্দ্র বাতিল করা হয়েছে। এখন থেকে ওই কলেজের পরবর্তী সব লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মৌখিক পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।