Woods are lovely dark and deep And I have a promise to keep
মাঝে মাঝে নিজে নিজেই শিউরে উঠি। মনে হয় আমি কি আসল নাকি নকল। সবকিছুই মিথ্যা মনে হয়। মনে হয় মিথ্যার ভিতর দিয়ে হাটছি। বলাবাহুল্য, সমাজের বর্তমান পরিস্থিতির কারণেই এমনটা হচ্ছে।
গত দুই তিন দিন ধরে পত্রিকায় দেখছি, ভুয়া ডাক্তারদের নিয়ে ছাপানো প্রতিবেদন। পড়তে পড়তে বিস্মিত হচ্ছি, এই যদি হয় পরিস্থিতি তাহলে আমরা যাব কোথায়? কবি আবুল হাসান বহু আগেই লিখেছিলেন ঈঁদুরের তবু পালাবার পথ রয়েছে গর্ত/ আমাদের তাও নেই। আসলেই নেই, কোথাও কেউ নেই। প্রতারকের প্রতারনা ধরার কেউ নেই, অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচানোর কেউ নেই।
এটা কি বিশ্বের আর কোন দেশে সম্ভব যে কোন প্রকার ডিগ্রী না নিয়েই বিরাট বিশেষজ্ঞ সেজে বসে থাকতে পারে? তাও আবার ডাক্তারীর মত জীবন রক্ষাকারী পেশায়।
যে পেশাটি মানুষের জীবনের সাথে সংম্পৃক্ত। আমরা এ কোন দেশে বাস করি? আমাদের ভবিষ্যত প্রজন্ম কিংবা আমাদের সন্তানদের ভবিষ্যতই বা কি? আমরা নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে চলেছি অবিরত।
আমাদের রক্ষা করবে কে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।