রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।
আজ বিশ্ব এইডস দিবস।
ঘাতক ব্যাধি এইডস। কি করবেন এইডস হলে? বাংলাদেশে কোথায় পাওয়া যায় এইডসের স্বাথ্যসেবা? সন্দেহ হলে কোথায় পরীক্ষা করাবেন?
মোহম্মদপুরে আছে আশার আলো সোসাইটি। এই ধরণের কোন সমস্যা হলে ফোন করুন এই নম্বরে ০১৭৩২৮০১০০১ অথবা (০২)৮১৫৩০৪২।
ছুটির দিনগুলো সহ, শুক্র-শনি বাদে সপ্তাহের প্রতিদিন খোলা পাবেন ০৯-০৫ টার মধ্যে। চিকিতসা সেবা একদম বিনামূল্যে। এইডস আক্রান্ত লোকজনের আন্তীয় স্বজনদের জন্যও রয়েছে কাউস্নেলিং সেবা।
আরও একটা সংস্থা আছে ঢাকায়। ঢাকার গুলশানে।
এই তার ঠিকানা ও ফোননম্বর। তাদেরও চিকিতসা সেবা একদম বিনামূল্যে। নাম তার HASAB
House# 53, Road# 3, Block# B, Niketon
Gulshan-1, Dhaka-1212, Bangladesh.
Phone: 880-2-9857513, 880-2-9857523
Fax: 880-2-9857485
E-mail:
Web: http://www.hasab.org
এখানে অনেকেই কাজ করেন যারা এইচ-আই-ভি পজেটিভ। যাদের দেখে আপনি বুঝতেও পারবেন না। তারা চিকিতসা নিয়ে, ডাক্তারের পরামর্শ মতো চলে অসুখটাকে নিয়ন্ত্রনে রেখেছেন এবং এখন সুস্থ আছেন।
এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসনের কোন বিকল্প নেই। আপনার পাশের এইডস রোগীকে দুর্ঘটনার শিকার ভেবে তার দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।