আমি একটা পাগল এইডস কী ?
বাঁচতে হলে জানতে হবে
জানাতে হবে
মানতে হবে ৩টি না
কনডম ছাড়া ঝুঁকিপূর্ণ দৈহিক মিলন - না
তার মানে- ঝুঁকিপূর্ণ দৈহিক মিলন (কনডমসহ) - হ্যা
অপরীক্ষিত রক্তগ্রহণ - না
তার মানে-পরীক্ষিত রক্তগ্রহণ (নিরাপদ) - হ্যা
ইনজেকশনের মাধ্যমে ভাগাভাগি করে মাদক গ্রহণ - না
তার মানে-ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ -
(ভাগাভাগি করে নয়) - হ্যা
এইডস একটি ভাইরাসঘটিত ঘাতক ব্যাধি
করে কঙ্কালসার দেহ, অচিরে সমাধি।
এখনও ওষধ আবিষ্কার হয়নি
আসুন জীবনের তথ্য জানি।
অবৈধ যৌনমিলন থেকে বিরত যেন থাকি
নিজকে, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখি।
চিক্যৎসার জন্য নতুন নিরাপদ ইনজেকশন ব্যবহার
প্রয়োজনে পরীক্ষিত নিরাপদ রক্তগ্রহণ বারবার।
রোগীদের, দেশের মানুষদের করবো রক্ষা
তরুণ-তরুণী সচরাচর জড়িত ভুল, ধোকা।
পতিতাবৃত্তি, অবাধ মেলামেশা বন্ধ করি
যৌনকর্মীরা (নারী এবং পুরুষ) ছড়িয়ে ছিটিয়ে বাহারি।
কিছু পরিস্থিতিতে যায় না দেয়া বাধা
অনিরাপ যৌন সম্পর্কে থাকে কৌশল, ধাদা।
কারণ সম্ভবত, অসংযত যৌনতার সরাসরি সম্পৃক্ততা
এইডস নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা।
এ রোগ প্রথম ধরা পড়ে সমকামীদের মধ্যে
এইচআইভি এর অবস্থান বীর্যে, রক্তে এবং মায়ের দুধে।
শরীরে দীর্ঘদিন থাকতে পারে সুপ্ত অবস্থায়
সমুদ্রের লুকানো বরফ খন্ডের সাথে তুলনা করা হয়।
রক্তে এইচআইভি-এর ঘনত্ব সবচেয়ে বেশী থাকে
এইডস মৃত্যুকে আনে দ্রুত ডেকে।
বিস্তারিত জানতে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা
জানুন অপরাহ্নের গল্প, UNAIDS-এর পরিসংখ্যা'। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।