আমাদের কথা খুঁজে নিন

   

এইডস ঠেকাতে-

এইডসের বিস্তৃতি ঘটে বিবাহবহির্ভূত বেপরোয়া যৌন মিলনের কারণে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু। ইসলামে যেহেতু বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অনুমোদন করা হয় না, সেহেতু এইডসের আগ্রাসন থেকে তুলনামূলক বিচারে বাংলাদেশ নিরাপদ অবস্থানে রয়েছে। কিন্তু এতে স্বস্তির কোনো অবকাশ নেই এ কারণে যে, এইচআইভি/এইডসে আক্রান্তের সংখ্যা এদেশে ক্রমেই বাড়ছে। বেড়েই চলেছে এ রোগে মৃত্যুর হারও।

এইডস একটি দুরারোগ্য রোগ। যার শতভাগ নিরাময় এখনো মানুষের ধরাছোঁয়ার বাইরে। নিরাময়ের ক্ষেত্রে মানুষের সীমাবদ্ধতা থাকলেও সচেতন হলে এই মরণব্যাধি থেকে দূরে থাকা সম্ভব। আমাদের দেশে এইডস সীমিত রয়েছে সাধারণ মানুষের ধর্মীয় মূল্যবোধের কারণে। এইডস কিংবা এইচআইভি থেকে দূরে থাকতে আলেম তথা পুরোহিতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

ডা. আলমগীর মতি

মগবাজার, ঢাকা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.