আমাদের কথা খুঁজে নিন

   

যাকে মানুষ ভালবাসে আবার তাকেই ঘৃণা করে ।

প্রদীপ হালদার,জাতিস্মর। কি আছে আর কি নেই ,তার কতটুকুই বা আমরা জানি । আমার মনে হয়েছে সব কিছুই আছে । যেটা পেয়েছি সেটা তো আছেই । আর যেটা পাই নি সেটা যে নেই এ কথা বলতে পারি না ।

একজন বলে ভূত আছে । পাশাপাশি আর একজন বলে ভূত নেই । এ কথা সত্য । একজন পুরুষ মানুষ একজন মহিলাকে ভালবাসে। দুজনেই ভালবাসায় ডুবে থাকে ।

আর তাদের মনে হয় তাদের জীবন স্বর্গের সমান । আবার কিছুদিন বাদে দেখা যায় তাদের মধ্যে আর ভালবাসা নেই । বরং একজন আর একজনের কাছে চোখের বিষ । যন্ত্রণা সহ নরক সৃষ্টি হয় । তাহলে কি বলবো ভালবাসা বলে কিছু নেই ? ভালবাসা আছে ।

আবার ভালবাসা নেই । তেমনিভাবে একজনের চোখে ভূত আছে , অন্যজনের চোখে নেই । একজন বলছে ভাগ্য আছে , সেখানে আর একজন বলছে ভাগ্য নেই । সবই সত্য । সত্য সবার কাছে লুকিয়ে আছে ।

যে যেমনভাবে দেখতে পায় । যখন ক্ষিধে পাই , পেটভরে খাই । সামনে আরও খাবার থাকলেও খেতে পারি না । কিন্তু কিছুটা সময় চলে যাবার পর আবার ক্ষিধে পাই । নদীর জোয়ার ভাঁটার মতো ।

নয়তো দিন রাতের মতো । একটা আছে আবার পরে মনে হয় সেটিও নেই । আছে আর নেই এই নিয়ে আমরা ভাবি । একজনের চোখে তাই ঈশ্বর আছে,যেখানে অন্যজনের চোখে ঈশ্বর নেই । হয় আছে কিংবা নেই , দুটোর মধ্যে একটাতো ঠিক হবে ।

কিন্তু দেখা যায় , না দুটোই ঠিক । যাকে মানুষ ভালবাসে আবার তাকেই ঘৃণা করে । এটা যেমন সত্য । তেমনি ভূত আছে আবার নেই ,এটাও সত্য । চোখ আছে দেখতে পাই , আবার চোখ থাকা সত্ত্বেও দেখতে পাই না।

কান আছে শুনতে পাই,আবার কান থাকা সত্ত্বেও শুনতে পাই না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.