সোনার হরিনের পেছনে ছুটছি। অনেক কিছু লিখতে ইচ্ছে করতেছে। কিন্তু কতটুকু সুন্দর করে বলতে পারব সেটা জানিনা। আরমা নানা রকম প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতেছি। জানিনা কবে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব।
তেমন কোন আশার বানিও আর শুনিনা আমাদের কতৃ পক্ষের কাছ থেকে।
: : : ; ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
: :;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
আমরা যেন তাদের কাছে কুরবানির খাঁসির মত। তারা যখন যে ভাবে চায় ঠিক সে ভাবে আমাদের বলি দেয়। রাস্তাঘাট, হাটবাজার, দ্রব্যমূল্য, গাড়ীভাড়া ইত্যাদি বিষয়ে আমাদের শোষন করা হচ্ছে নিদারুনভাবে। আমাদের পথ দেখানোর কেউ নাই।
সবাই পথের রাজা। মানে যে যেমন করে পারছে লুটেপুটে দেশটাকে চুষে খাচ্ছে। কারও কোন মাথা ব্যথা নাই। নজর নাই গরীবদূখী সাধারন মানুষের দিকে। আমি সব বিষয় গুলো ধরে ধরে বললাম না।
বলতে গেলে এগুলো কখনো শেষ হবে না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা সাধারন মানুষ কি এসব অত্যাচারের বিচার করতে পারি না। আমরা সাধারন মানুষ যদি অনেক গুলো স্কুল অথবা কলেজ পড়া ছেলেদের মেরে ডাকাত বলে চালিয়ে দিতে পারি। তাহলে আমাদের দেশের অত্যাচারিত নেতা নেত্রী দের বিচার কেন করতে পারব না। আমরা জনগন যদি চাই আমার মনে হয় একদিন আমরা সকল দূ্র্ণিতিবাজ মানুষদের বিচার করতে পারব।
আসুন আমরা আর কিছু করতে পারি আর না পারি অন্তত নির্বাচনে ( আমাদের প্রধান ক্ষমতা মানে ভোট দিয়ে) একজন সৎ , যোগ্য নেতা নির্বাচিত করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।