আমাদের কথা খুঁজে নিন

   

কুরবানির ঈদ বনাম বাঙ্গালীর ফেসবুকপ্রেম!!!

অসাড় বিকলাঙ্গ হাতে অপার সুখের ছোঁয়ায় মগ্ন থাকি শিরোনাম দেখে অবাক হবার কিছু নেই, আমি সেই সব মহান বাঙালি ফেসবুকপ্রেমিদের কথা বলছি যারা ফেসবুকে নিজের বাথরুমের ছবিও দিতে পারলে খুশি হন। অবাক হলেও সত্যি ইন্টারনেট সংযোগ থাকুক আর নাই থাকুক আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে। অবাক হলেও সত্যি বাংলাদেশে মোট ইন্টারনেট সংযোগের তুলনায় (মোবাইল+ কম্পিউটার)ফেসবুক অ্যাকাউন্ট সংখ্যা কয়েক (শ বা হাজার গুণ) গুণ। অবাক হলেও সত্যি আমরা দিনে ইন্টারনেটে যে সময় থাকি তার গড়ে ১/৩ অংশ সময় ফেসবুকে থাকি। যাইহোক,এমনিও সজনপ্রীতি এবং অতিথিৎবসল হিসেবে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

এরই ধারাবাহিকতায় আমরা এতটা ফেসবুক প্রেমে জড়িয়ে গেছি যে কুরবানির পশুর ছবি, কুরবানি করার ছবি নির্দ্বিধায় ফেসবুকে দেই। হয়তবা আপনি ভাবতে পারেন এতে দোষের কি? ধর্মীয়দৃষ্টি কোন থেকে দেখলে এটা কতটুকু গ্রহণযোগ্য তা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি না। তবে মহানবীর পশুপাখিদের প্রতি দয়ার অনেক নজির আমাদের সুপাঠ্য। ইসলামের ইতিহাস মতে , সৃষ্টিকর্তার আদেশে নবী ইব্রাহিম তার শিশুপুত্র ইব্রাহিমকে (স্বপ্নাদেশে সবথেকে প্রিয় বস্তু বলায়) কুরবানি করতে উদ্যত হতেই , স্বর্গীয় দুম্বা ইব্রাহিমের স্থানে কুরবানি হয়। এই আত্মত্যাগের স্বীকৃতি দিতেই কুরবানির বিধান।

(যদি ইব্রাহিম কুরবানি হত তাহলে প্রত্যেক পিতাকে হয়ত তার প্রিয় সন্তানকে কুরবানি দিতে হত !) এখন কল্পনা করুন আপনি নিজেও ঐ পশু হতে পারতেন যদি দুম্বা কুরবানি না হত। আপনার পিতাকে হয়ত আপনাকে, অথবা আপনার ভাই বোনকে সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করা হত। চিন্তা করুন, আপনি ঐ পশু যার ছবি আপনি দিয়েছেন,তো একটু রহম খান‼! মানবীয় দৃষ্টিকোণ থেকে দেখলে “ জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। আপনার কুরবানির পশু বা তা কুরবানি করার মুহূর্তের ছবি দিয়ে আপনি কিভাবে আপনার মানবিকতা দেখাবেন? বিড়াল বা কুক্কুর দেখিলে ওয়াও! কি কিউত! মাগো কি সুন্দর বলা আপনি, কুরবানির গরু বা তা জবাইয়ের ছবি দিয়া কেম্নে নিজের মনুষ্যত্ব প্রকাশ করেন। চিন্তা করুন আপনার কুরবানি করার মুহূর্তের ছবি আপনার বন্ধুকে বিনোদন দিচ্ছে নাকি তা একটি ভয়ানক অবস্থার শিকার করছে।

আপনার বাড়িতে যেমন অনেকে আছে কোরবানির দৃশ্য দেখতে পারে না। তেমনি আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টেও অনেকেই আছে। হালের এক বিজ্ঞের কথা “ফেসবুক মরডান পোলাপাইনের জন্য, তবে আমি সেই সব মহান মানুষদের আধুনিকতা নিয়ে সঙ্কিত। কুরবানির পশু বা তা কুরবানি করার মুহূর্তের ছবি দিয়ে আপনি কোন আধুনিকতা দেখাইতে চান ?” সভ্যতার কল্যাণে আজ আমরা চাঁদেও পা দিয়েছি, প্রযুক্তি আমাদের জীবনধারাকে করেছে সহজ এবং আরামের। তবে আমরা বাঙালিরা তার অপব্যাবহারে শীর্ষস্থান দখলে খুব বেশী পিছিয়ে নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.