নীল পাগলের দেশ থেকে বলিউড তারকাদের মধ্যে সবসময়ই কিছু না কিছু দ্বন্দ্ব বিদ্যমান, কিছু হয়তি মিডিয়ার তৈরী, কিছু আবার সত্যিকারের, সেরকমই কয়েকটা দ্বন্দ্ব নিয়ে আমার আজকের লেখা ।
৫ গোবিন্দ মাধুরী দ্বন্দ্ব:
অনেকেই হয়ত এই ২ মহা তারকার দ্বন্দ্ব সম্পর্কে জানেন, তাও যারা জানেন না তাদের সম্পর্কে নতুন করে বলছি.. বলিউড এর এইই দুই জন কখনই একে অপরের সাথে কোনো ছবি করেন নাই কারণ দুই জনের মধ্যেই তত্কালীন সময় এ দ্বন্দ্ব ছিল যে, কে নাচে বেশি পারদর্শী তত্কালীন সময়ের মিডিয়াতে এমন মন্তব্যও করেছিল যে এইই দুই জন কখনো দুই জনের ছায়াও মারাতেন না । যদিও দুই জনই আমার খুব পছন্দের তারকা ।
৪ অভিষেক কারিনা দ্বন্দ্ব:
এইই কাহিনী ও বেশ পুরনো , একদা কারিশমা কাপুর এর সাথে অভিষেক এর বিয়ে হবার কথা থাকলেও পরবর্তিতে অভিষেক তা মানতে অস্বিকার করে আর এতেই চটে যায় করিনা কাপুর . করিনা তখন অভিষেকের সাথে কোনো প্রকার ছবি না করার ঘোষণা দেন, এবং বলেন যে কোনো অপরিপক্ক নায়ক এর সাথে আমি অভিনয় করতে আগ্রহী নই ।
৩ সালমান ঐশরিয়া দ্বন্দ্ব:
এইই দ্বন্দ্ব যেন পৃথিবী বিখ্যাত এক দ্বন্দ্ব, যা বাচ্চা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই জানেন ।
সালমান খান চেয়েছিলেন ঐশরিয়া কে বিয়ে করতে এবং কিছুদিন তাদের মধ্যে মন দেয়া নেয়াও হয়ে ছিল কিন্তু সালমান এর সাথে চলতি না পেরে একসময় ঐশরিয়া যখন সরে পড়েন, তখন থেকেই সালমান ঐশরিয়া পরস্পর শত্রু তে পরিনত হন মধ্যে অবশ্য বিবেক অব্রয় ও কিছু ঝামেলা বাধান সালমান এর সাথে কিন্তু তিনিও টিকতে পারেন নি । সালমান ঐশরিয়া দ্বন্দ্ব নিয়ে এখনো বলিউড এ কানাঘুষা চলে । "হাম দিল দে চুকে সানাম এর পর" তারা পরস্পর কোনো ছবি তো করেনই নাই এমন কি কোনো শো তে ও অংশ নেন না ।
২ আমির শাহরুখ দ্বন্দ্ব:
এইই দ্বন্দ্ব টাও এক বিখ্যাত দ্বন্দ্ব হিসাবে পরিচিত, কারণ সত্যিকারের কিং খান এর দুই জন এই সমান দাবিদার । অনেকে মনে করেন বিভিন্ন এ্যাওয়ার্ড প্রোগ্রাম এ শাহরুখ কে জোর করে এ্যাওয়ার্ড দেয়ার কারণেই নাকি আমির খান সমস্ত প্রকার এ্যাওয়ার্ড প্রোগ্রাম বয়কট করেছেন।
আর এই দ্বন্দ্ব চরম এ পৌছায় যখন আমির খান এর বিখ্যাত ছবি "লাগান" কে বাদ দিয়ে ওই বছরের এ্যাওয়ার্ড পান শাহরুখ এর ছবি "কাভি খুশি কাভি গাম" এবং ১৯৯৮ এর "গুলাম" কে বাদ দিয়ে "কুচ কুচ হোতা হ্যায়" ।
১ সালমান শাহরুখ দ্বন্দ্ব:
এইই দ্বন্দ্ব খুব একটা পুরনো নয়, সনি টিভি এর "দাস কা দাম" এর আমন্ত্রণ এ সারা না দেয়াতে খেপে যান সাল্লু ,তার পুরনো বন্ধু শাহরুখ এর উপর আর খেপবেন না কেন ? শাহরুখ কে প্রথম জীবনে সালমান অনেক সাহায্য করেছেন এমনকি শাহরুখ তখন সালমান এর বাসাতেই থাকতেন সেই বন্ধু যদি রাজি না হয় তাহলে আর না খেপে কি কারণ ...
এরকম আরো অনেক ছোট বড় দ্বন্দ্ব বলিউড এ চলে বা চলছে, কিন্তু আমি মাত্র কয়েক টাই উল্লেখ করলাম । ভাল লাগলে জানাবেন ।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।