আমাদের কথা খুঁজে নিন

   

বলিউড ২০১০



প্রচলিত অঙ্ক পাল্টানোর বছর ২০১০। এ বছর বক্স অফিসে এমন কিছু ছবি ধরাশায়ী হয়েছে, যেসব ছবির প্রযোজকেরা লাভের অঙ্ক পর্যন্ত গুনেছেন। স্যাটেলাইট, মিউজিক, হোম ভিডিওর স্বত্ব নিয়ে প্রযোজকের মুখে হাসি ফুটলেও প্রদর্শক ও হল-মালিকেরা দুই চোখে অন্ধকার দেখেছেন। কাইটস, অ্যাকশন রিপ্লে, রাবণ, গুজারিশ, খেলে হাম জি জান সে ছবিগুলোর প্রযোজকেরা যদি কম দামে তাঁদের ছবিগুলো বিক্রি করতেন, তাহলে হয়তো সুপারহিট ছবির তালিকায় এগুলোর নাম শোভা পেত। এ বছরই একই ছবির (রক্তচরিত্র) দুটি পর্ব মুক্তি পেয়েছে পরপর দুই মাসে।

হলিউডের স্যার বেন কিংসলে থেকে বলিউডের শিল্পী সুখবিন্দর সিং, শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা ও মেয়ে সোনাক্ষী সিনহা এ বছরই বলিউডরাজ্যে তাঁদের যাত্রা শুরু করেছেন। আলোচিত অভিনেতা রজনীকান্ত ম্যানিয়া আচ্ছন্ন করেছিল বলিউডবাসীকেও। এর পাশাপাশি এ বছর যেসব অভিনেতার অভিনয় দ্যুতি ছড়িয়েছে, তাঁরা হলেন: অর্জুন রামপাল (হাউসফুল, রাজনীতি, উই আর ফ্যামিলি), এমরান হাশমি (ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই), শহীদ কাপুর (বদমাশ কোম্পানি), তুষার কাপুর (গোলমাল ৩), আরশাদ ওয়ার্সি (গোলমাল ৩, ইশকিয়া), ইমরান খান (আই হেট লাভ স্টোরিজ, ব্রেক কে বাদ), অভয় দেউল (আয়শা), অমিতাভ বচ্চন (র‌্যান, তিনপত্তি), ঋষি কাপুর (দো দুনি চার), অভিষেক বচ্চন, সিকান্দার খের (খেলে হাম জি জান সে), ফারহান আখতার (কার্তিক কলিং কার্তিক), বিবেক ওবেরয় (প্রিন্স, রক্তচরিত্র ১), অক্ষয় খান্না (আক্রোশ, তিস মার খান), রণদীপ হুদা (ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই), বিনোদ খান্না ও আরবাজ খান (দাবাং), মনোজ বাজপায়ি (রাজনীতি), কুনাল খেমু (গোলমাল ৩), নাসিরউদ্দিন শাহ (ইশকিয়া, রাজনীতি, আল্লাহ কে বান্দে), পরেশ রাওয়াল (আক্রোশ, অতিথি তুম কভ জাওগে, র‌্যান, নো প্রবলেম), সোনু সুদ (দাবাং), নানা পাটেকর (রাজনীতি, তুম মিলো তো সাহি), বোমান ইরানি (হাউসফুল, ওয়েল ডান আব্বা), রিতেশ দেশমুখ (হাউসফুল, র‌্যান), জন এব্রাহাম (আশায়ে), সঞ্জয় দত্ত (নক আউট), মিঠুন চক্রবর্তী (গোলমাল ৩), শারমান জোশি (আল্লাহ কে বান্দে), আদিত্য রায় কাপুর (গুজারিশ, অ্যাকশন রিপ্লে), চাঙ্কি পান্ডে (হাউসফুল), রাহুল বোস (দ্য জাপানিজ ওয়াইফ), রাজপাল যাদভ (খাট্টা মিঠা)। আলোচিত অভিনেত্রী যাঁদের অভিনয় সমাদৃত হয়েছে: ঐশ্বরিয়া রাই বচ্চন (গুজারিশ, অ্যাকশন রিপ্লে, রোবট, রাবণ), বিদ্যা বালন (ইশকিয়া), কঙ্কণা সেন শর্মা (মির্চ, অতিথি তুম কাব যাওগে), দীপিকা পাড়ুকোন (হাউসফুল, লাফাঙ্গে পারিন্দে, খেলে হাম জি জান সে, কার্তিক কলিং কার্তিক, ব্রেক কে বাদ), প্রিয়াঙ্কা চোপড়া (আনজানা আনজানি, পেয়ার ইমপসিবল), কঙ্গনা রনৌত (ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই), লারা দত্ত (হাউসফুল), দিয়া মির্জা (হাম তুম ঔর ঘোস্ট), ডিম্পল কাপাডিয়া (তুম মিলো তো সাহি, দাবাং), নেহা ধুপিয়া (ফাঁস গায়ে রে ওবামা), প্রাচী (ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই), সুস্মিতা সেন (নো প্রবলেম, দুলহা মিল গয়া), বিপাশা বসু (আক্রোশ), নীতু সিং কাপুর (দো দুনি চার)। আলোচিত তালিকা দর্শকদের রায় চলচ্চিত্র: দাবাং পরিচালক: প্রকাশ ঝা (রাজনীতি) প্রযোজক: আমির খান (পিপলি লাইভ) ও আরবাজ খান (দাবাং) কাহিনি: হাবিব ফয়সাল (ব্যান্ড বাজা বারাত, দো দুনি চার) চিত্রনাট্য: করণ জোহর (মাই নেম ইজ খান) সংলাপ: অভিনব কশ্যাপ (দাবাং) অভিনেতা: সালমান খান (দাবাং) অভিনেত্রী: কাজল (মাই নেম ইজ খান) পার্শ্ব-অভিনেতা: অর্জুন রামপাল (রাজনীতি) পার্শ্ব-অভিনেত্রী: কারিনা কাপুর (উই আর ফ্যামিলি) অভিনেতা (খলচরিত্র): মনোজ বাজপায়ি (রাজনীতি) অভিনেতা (কৌতুক চরিত্র): তুষার কাপুর (গোলমাল ৩) সংগীত পরিচালক: বিশাল-শেখর (আই হেট লাভ স্টোরিজ, তিস মার খান, আনজানা আনজানি, ব্রেক কে বাদ) সর্বাধিক জনপ্রিয় ছবি সংগীতপরিচালক: প্রিতম (অ্যাকশন রিপ্লে, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই, গোলমাল ৩, প্রিন্স, রাজনীতি) গীতিকার: গুলজার (দিল তো বাচ্চা হ্যায় জি—ইশকিয়া) গায়ক: রাহাত ফতেহ আলী খান (দিল তো বাচ্চা হ্যায় জি—ইশকিয়া, তেরে মাস্ত মাস্ত—দাবাং) সর্বাধিক জনপ্রিয় গানের গায়ক: মোহিত চৌহান (পি-লু—ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই, তুঝে ভুলা দিয়া—আনজানা আনজানি) গায়িকা: সুনিধি চৌহান (শিলা কি জাওয়ানি—তিস মার খান) নৃত্য পরিচালক: ফারাহ খান (মুন্নি বাদনাম—দাবাং ও শিলা কি জাওয়ানি—তিস মার খান) অতিথি শিল্পী: মালাইকা অরোরা খান (দাবাং) জুটি: কাজল-শাহরুখ খান (মাই নেম ইজ খান) নবাগত অভিনেতা: রণবীর সিং (ব্যান্ড বাজা বারাত) নবাগত অভিনেত্রী: সোনাক্ষী সিনহা (দাবাং) নবাগত পরিচালক: অভিষেক চৌবে (ইশকিয়া) ও আনুশা রিজভি (পিপলি লাইভ) নবাগত কণ্ঠশিল্পী: মমতা শর্মা ও ঐশ্বরিয়া (মুন্নি—দাবাং) নবাগত সংগীতপরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গুজারিশ) ১০ জনপ্রিয় গান ১. মুন্নি বাদনাম (দাবাং) ২. শিলা কি জাওয়ানি (তিস মার খান) ৩. বিন তেরে (আই হেট লাভ স্টোরিজ) ৪. জোর কা ঝাটকা (অ্যাকশন রিপ্লে) ৫. দিল তো বাচ্চা হ্যায় জি (ইশকিয়া) ৬. পি-লু (ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই) ৭. সাজদা (মাই নেম ইজ খান) ৮. আপনি তো জ্যায়সে ত্যায়সে (হাউসফুল) ৯. তুঝে ভুলা দিয়া (আনজানা আনজানি) ১০. উফ তেরি আদা (কার্তিক কলিং কার্তিক) ১০ ব্যবসাসফল চলচ্চিত্র ১. দাবাং ২. রাজনীতি ৩. গোলমাল-৩ ৪. মাই নেম ইজ খান ৫. হাউজফুল ৬. পিপলি (লাইভ) ৭. তিস মার খান ৮. ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ৯. ব্যান্ড বাজা বারাত ১০. লাভ সেক্স ঔর ধোঁকা তিস মার খান এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধকোটি টাকার ওপর ব্যবসা ছাড়িয়ে গেছে।

রজনীকান্তের এন্ধিরাম ভারতের সর্বকালের সেরা ব্যবসাসফল তিনটি ছবির একটি হিসেবে নাম লেখালেও ছবিটির হিন্দি সংস্করণ রোবট বলিউডে সাধারণ মাপের হিট। পাশাপাশি আই হেট লাভ স্টোরিজ, ইশকিয়া, তেরে বিন লাদেন, বদমাশ কোম্পানি হিট ও উড়ান, আনজানা আনজানি, উই আর ফ্যামিলি, অতিথি তুম কভ জাওগে, ব্রেক কে বাদ, আয়শা, লাফাঙ্গে পারিন্দে, দো দুনি চার, মিলেঙ্গে মিলেঙ্গে মাঝারি মাপের ব্যবসা করে প্রযোজকের মুখে হাসি ফুটিয়েছে। ১০ সমালোচক-প্রিয় চলচ্চিত্র ১. উড়ান ২. গুজারিশ ৩. পিপলি (লাইভ) ৪. ইশকিয়া ৫. অন্তর্দ্বন্দ্ব ৬. আল্লাহ কে বান্দে ৭ র‌্যান ৮. খেলে হাম জি জান সে ৯. ওয়েল ডান আব্বা ১০. ফাঁস গ্যায়ে রে ওবামা। এ ছাড়া সিটি অব গোল্ড, রোড টু সঙ্গম, খিচড়ি, ক্রুক, বেনি অ্যান্ড বাবলু, আক্রোশ, রক্তচরিত্র ২ ও ব্যবসাসফল ছবির মধ্যে রাজনীতি, মাই নেম ইজ খান, লাভ সেক্স ঔর ধোঁকা, তেরে বিন লাদেন, আয়শা, লাফাঙ্গে পারিন্দে, উই আর ফ্যামিলি, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই, ব্যান্ড বাজা বারাত সমালোচকদের সমর্থন কুড়িয়েছে। একনজরে বলিউড ২০১০ আলোচিত বিয়ে: মনীষা কৈরালা-সম্রাট আলোচিত ব্রেকআপ: সালমান-ক্যাটরিনা অপ্রত্যাশিত সাফল্য: দো দুনি চার, ব্যান্ড বাজা বারাত, আয়শা, লাভ সেক্স ঔর ধোঁকা, পিপলি লাইভ, উড়ান, তেরে বিন লাদেন, অতিথি তুম কভ যাওগে, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই অপ্রত্যাশিত ব্যর্থতা: খেলে হাম জি জান সে, রাবণ, কাইটস, গুজারিশ, অ্যাকশন রিপ্লে, নো প্রবলেম, তিন পাত্তি, র‌্যান বাজে ছবি: হিসসস, ঝুটা হি সাহি সেরা ফ্লপ: রক্তচরিত্র ১, রক্তচরিত্র ২, হিসসস, ঝুটা হি সাহি সর্বাধিক ছবির অভিনেতা: অজয় দেবগন (ছয়টি) সর্বাধিক ছবির অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (পাঁচটি) উত্থান: আনুশকা, রণবীর সিং, সোনাক্ষী, সালমান খান, অজয় দেবগন পতন: মল্লিকা শেরাওয়াত, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, হূতিক রোশন, অভিষেক বচ্চন, নিল নিতিন মুকেশ Akber Rabby ।

+8801717877194

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.