আমাদের কথা খুঁজে নিন

   

বিপন্ন মুসলিমঃ ব্যাটেলফিল্ড বলিউড



আজকে হটাত একটা জিনিষ মনে পড়ল, যদিও শুনতে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় দুই একজন আমার সাথে একমত হতেও পারেন। ভারত, ভারতীয়, ভারতীয় মুসলিম ইত্যাদি বিষয়ে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা আছে সুদীর্ঘ সময়ে সেখানে থাকার কারণে তাই আমার মনে হয় আমি দুচার লাইন লিখলে মহা অন্যায় হবে নাঃ) আমি ব্যাক্তিগতভাবে হিন্দী মিডিয়ার পোকা না, এক নম্বর হিন্দী বুঝতাম না, দুই নম্বর হলিউডি গাঁজাখুরীর তুলনায় হিন্দী গাঁজাখুরীগুলো ফালতু মনে হত। তাই, জনগণ জোর করে না বসিয়ে দিলে আমার পারতপক্ষে হিন্দী মুভী দেখা হয় না। তবু মনে হয় আমি লক্ষ্য করেছি যে হিন্দী মুভীগুলোতে (আই মিন অনেকগুলোতেই, আমার অভিজ্ঞতা সীমিত) নায়ক বা নায়িকা মুসলিম ক্যারেক্টার না হলে, একজন মুসলিম ক্যারেক্টার থাকে, আর বেশিরভাগ সময়েই বেচারা পুরো মুভী শেষ করতে পারে না। তার আগেই ইহলোক ত্যাগ করতে হয় (যদিও মরার আগে অবশ্যি কলমা পড়ে নেয়)। আমার স্মৃতি থেকে দুটি মুভী দিচ্ছিঃ আপনারা যোগ করতে থাকেনঃ) জহির@ মুন্না ভাই, এমবিবিএস => অসুখ হয়ে শেষ আকবর@ লক্ষ্য => গুল্লী খেয়ে শেষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.