এক অভিনব ধর্মঘটের মাধ্যমে বিবাদপূর্ণ গ্রামে শান্তি ফিরিয়ে এনেছেন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপে অবস্থিত ওই গ্রামের নারীরা। মারামারি বন্ধ না করলে যৌন সহবাস না করার হুমকি দিয়ে বিবদমান স্বামীদের সহিংসতা থেকে নিবৃত্ত করেছেন ওই গ্রামের নারীরা। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গত শুক্রবার এই অদ্ভুত ও সফল প্রতিবাদের খবর জানিয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তা রিকো স্যালসেডো জানান, দক্ষিণাঞ্চলীয় মিনানদো দ্বীপের দাদো গ্রামে কোনো আইন-শৃঙ্খলা ছিল না বললেই চলে। কিন্তু গত জুলাইয়ে ওই গ্রামের নারীদের যৌন ধর্মঘটের হুমকির পর সেখানে শান্তি ফিরে এসেছে। গ্রামটিতে ১০২টি পরিবার বসবাস করে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।