ফিলিপাইনের উত্তরাঞ্চল টাইফুন নারির আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার সকালের এ টাইফুনে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এতে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ভবন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি বাড়ি।
কর্মকর্তারা জানান, শুক্রবার দিনগত মধ্যরাতে (গ্রিনিচমান সময় শুক্রবার ১৬টা) ফিলিপাইনের উত্তরপূর্ব উপকূলে আঘাত হানে নারি। নারির আঘাতে গাছপালা উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লুজান দ্বীপ কৃষিখামারগুলো।
জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা পরিষদের প্রধান এদুয়ার্দো দেল রোজারিও বলেন, হতাহতের সংখ্যা কম হলেও অনেক এলাকা বন্যা কবলিত।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার পর বন্যাকবলিত গ্রামগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নিয়েছে ফিলিপাইনের সেনা ও পুলিশের উদ্ধারকর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।