আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনে নতুন করে বন্যায় মৃত ১০০

পরে বলবো

ফিলিপাইনের উত্তরাঞ্চলে টাইফুন পরমার কারণে এক সপ্তাহব্যাপী বৃষ্টি ও বন্যায় নতুন করে ১০০-রও বেশি মানুষ নিহত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েকটি শহর ও গ্রাম। বেশিরভাগ মৃত্যু ঘটেছে পানিতে ডুবে কিংবা ভূমিধসে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন। সূত্র : বিবিসি, এএফপি টাইফুন পরমা গত শনিবার ফিলিপাইনে আঘাত হানে।

তখন থেকেই দেশটির উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ লুজনে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তবে টাইফুনটি দুর্বল হয়ে উষ্ণ ম-লীয় নিম্নচাপে পরিণত হয়েছে। ম্যানিলার জাতীয় দুর্যোগ সমন্বয় পরিষদের নির্বাহী কর্মকর্তা গ্লেন রাবোনজা বলছেন, ভূমিধসে কমপক্ষে ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় আরো ১৩ জন মারা গেছে। তিনি বলেন, এ সময়ে এমন ভারি বর্ষণ খুবই অপ্রত্যাশিত।

প্রবল বর্ষণের কারণেই বিভিন্ন স্থানে ভূমিধস হচ্ছে। তবে আমরা সাধ্যমতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। মূলত বেংগুয়েট, মাউন্টেইন, পাংগাসিনান প্রদেশ এবং পার্শ্ববর্তী শহরগুলোতেই বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.