আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনে বন্যায় গৃহহীন ৬ লাখ

ফিলিপাইনে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে আজ আনুমানিক ছয় লাখ লোক অস্থায়ী আশ্রয় শিবির অথবা আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছেন। দেশটিতে কয়েক দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জোসেফিনা টিমো টিও বলেন, “রাজধানী ম্যানিলা থেকে বন্যার পানি কমে যাবার একদিন পরও উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের কারণে মধ্যাঞ্চলীয় লুজনে বন্যার পানি নেমে যেতে দেরি হচ্ছে। ”

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বাহিনীর আঞ্চলিক প্রধান জোসফিনা টিমোটিও বলেন, “জলাবদ্ধতার কারণে আটকে পড়া কৃষক ও জেলেরা এখনো তাদের বাড়ি ফিরতে অথবা কাজ শুরু করতে পারছে না। আমরা এখনো তাদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করে যাচ্ছি।

তিনি আরো বলেন,  “এটা নিম্নাঞ্চল এবং প্রতি বছরই এখানে এমনটা ঘটে। এভাবেই এ এলাকার অনেক বাসিন্দা বেঁচে থাকে। স্থানীয় সরকার ত্রাণ সরবরাহে যথেষ্ট সংগঠিত।

রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ম্যানিলায় এক মাস ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে রোববার থেকে বুধবার পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজধানীর অর্ধেক এলাকা বন্যার পানিতে ডুবে যায়।

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রামির প্রভাবে এই বৃষ্টিপাত চরম আকার ধারণ করে। ঝড়টি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বৃহস্পতিবার চীনে আঘাত হেনেছে।

সরকারের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ জানায়, শুক্রবার দুই লাখ লোক সরকার পরিচালিত আশ্রয় শিবিরে অবস্থান করছে। এছাড়াও আরো চার লাখ লোক তাদের বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। কাউন্সিল জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ জনে দাঁড়িয়েছে।

টিমোটিও জানান, যারা এখনো বাড়ি ফিরে যেতে পারেননি তাদের অধিকাংশই মধ্যাঞ্চলীয় লুজনের বাসিন্দা। এলাকাটির ৪৮১টি গ্রামের অধিবাসী ৩.৩ ফুট গভীর পানিতে আটকা পড়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.