আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিপাইনে ভূমিকম্পে ২০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে জনপ্রিয় পর্যটন দ্বীপ বোহলের ভূগর্ভে ছিল মঙ্গলবারের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বোহল দ্বীপে ভবন ও বিপণীবিতান ধসে হতাহতের ঘটনা ঘটেছে। দ্বীপটি কেবু প্রদেশের কাছাকাছি এবং রাজধানী ম্যানিলার ৪শ’ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত। ভূমিকম্পে বেশকিছু ভবন ও চার্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশান্তমহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে একটি মাছের বাজারের ভবন ধসে। কেবু প্রদেশের দূর্যোগ ব্যবস্থাপনা প্রধান নেইল সানচেজ জানিয়েছেন, একটি স্কুল ভবন ধসে পড়ার খবর তারা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, “এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জটিল। দূর্যোগ ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ” কেবুর দুটি ভবন ও একটি চার্চ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিং অব ফায়ারে ফিলিপাইনের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০১২ সালে অগাস্টে পূর্ব ফিলিপাইনের সামার দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। তখন সুনামি সতর্কতা জারির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.