আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ কণ্ঠশিল্পী ইমন বেঁচে উঠুক

আমি আমার পৃথিবীর রাজা মারুফ হাসান ইমন। আমার বন্ধু ইমন। আমার চেয়ে বয়সে কিছু ছোট। কিন্তু তাকে বন্ধুই ভাবি। সম্পর্কও বন্ধুর মতো এত কাছের নয়।

তারপরও সে আমার বন্ধুই। বৃহত্তর ময়মনসিংহের লোকসঙ্গীত সম্পর্কে যারা কিছু জানেন তারা অবশ্যই বাউল জালাল খাঁ এর নাম জানেন। ইমনের বাবা প্রয়াত আবুল কাশেম তালুকদার ছিলেন সেই বাউল জালাল খাঁ এর একজন সন্তানের মতো। ছিলেন ভাবশিষ্য। তার রক্তে বেড়ে উঠা ইমনও সেই গান পাগল।

তার কষ্ঠ শুনে মুহূর্তে জড়ো হয় হাজারো জনতা। ময়মনসিংহের মঞ্চ থেকে উঠে এসে সে জাতীয় পর্যায়ে বেঙ্গল ফাউন্ডেশনের তরুণ প্রতিভা বাছাই এর লোক সঙ্গীত বিভাগে সারা দেশে দ্বিতীয় হয়েছিলো। আমাদের ও আমাদের পরবর্তি প্রযন্মকে সে হয়তো আরও বেশী করে শোনাতো লালন শাহ, জালাল উদ্দিন খাঁ, পিয়ারি চাঁদ, উকিল মুন্সি, দূরবিন শাহ, রশিদ উদ্দিন, চাঁন মিয়ার গান। কিন্তু মাত্র ২৫ বছর বয়সী তরুণ শিল্পী ইমনের কণ্ঠ আজ রুদ্ধ হতে চলেছে। আমার বন্ধু ইমন দুরারোগ্য ব্লাড ক্যান্সার এমএলএম এম-২তে আক্রান্ত।

ইমন বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক এম এ খানের অধীনে কেমোথেরাপি নিচ্ছে। চিকিৎসকরা বলেছেন, দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দিলে ইমনকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এজন্য প্রয়োজন প্রায় ৬০/৭০ লাখ টাকা। এই ব্যয়বহুল চিকিৎসা চালানো ইমনের দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাঁর চিকিৎসার জন্য সমাজের সকল স্তরের হৃদয়বান মানুষের সাহায্য প্রয়োজন।

তাঁকে যে কেউ যেকোনোরকম অর্থসহায়তা করতে পারেন ডাচ-বাংলা ব্যাংক লিঃ, দিলকুশা শাখার হিসাবে (হিসাব নং- সহি-১০৫১০১৬৩৫৮১/মেহেদী হাসান পিয়াস)। এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন ০১৫৫৩৫৫৮৪৪৮ এবং ০১৮১৯৪৫৭৮৭২ নন্বরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।