আ আ এই পতাকার বুবে যতোক্ষণ রবে সেই ক্ষতেরি দাগ উত্তাল রবে এই প্রজন্ম চত্বর সাহবাগ । রাজপথ ছাড়িনি ছাববোনা তো কেউ থামবে না কিছুতেই এই গণ জোয়ারের ঢেউ । সব নরকের কিট পৃথিবীর বুকে শ্বাস নিবে যতো কাল ফাঁসির দাবিতে ক্ষুব্ধ জনতা রইবে উন্মাতাল এই আমার মাটিতে বিষের ফসল আর নয় চাষাবাদ তার শিকড় উপরে ফেলা অগ্নি চলবেই প্রতিবাদ। দেখো মন মিশারী শাড়িতে মিসেছে এক সন্তান হারা মা দাউ দাউ করে চোখের ভিতর জ্বলছে তাঁর ঘৃনা এক বিচার দেখতে এতোটা বছর তাঁর বেঁচে থাকা । কিছু নর পিচাসের মৃতু্য স্বপ্ন দুই চোখে আঁকা। এসেছে পিতা হারা সন্তান আর সবহারা মন আজো জেগে ওঠে দূঃস্বপ্নে সেই সির্যাতন এই বুক বছরের জমানো ব্যথার এলো সময় হিসাব মিটানোর আজ অতন্ত প্রহরীর মতো পুরো জাতি সজাগ । আমাদের সংগ্রাম চলবেই এসো আমরা এগিয়ে যাই আগামীর প্রজন্মরে জন্য একটি সুস্থ স্বভাবিক সমাজ প্রতিষ্টার জন্য আমরাই পারি নতুন একটা সকাল উপহার দিতে জাতিকে । কাধে কাধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সবুজের বুকে লাল পতাকাটা সারা জীবন উরানো জন্য কেউ যেন সে পতাকাটা নষ্ট করতে না পারে এসো নতুন এসো তরুণ সময় এসেছে সামনের দিকে এগিয়ে যেতে চলো এগিয়ে যাই। *বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ *
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।