আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা লায়ন ব্যবহারকারীরা হেল্প করুন প্লিজ!!!

আমার এক ছোট ভাই বাংলা লায়ন ওয়াইম্যাক্স পোষ্টপেইড লাইন ঢাকা থাকার সময় ব্যবহার করত । সে এখন কুষ্টিয়া সিফট হয়েছে । কুষ্টিয়ায় সে যেখানে থাকে সেখানে বাংলা লায়নের নেটওয়ার্ক নাই । তাই সে লাইন বন্ধ করে দিতে চাচ্ছে । সে আবার আরেক ভুল করে বসেছে ।

সে বাংলা লায়নে ব্যবহাররের জন্য একটি ইমেইল এড্রেস খুলে সেটি বাংলা লায়নের জন্য দিয়েছিল । তার পাসওয়ার্ড সে ভুলে গেছে । সে বাংলালায়ন কাস্টমার কেয়ারে কল করেছিল । তারা বলেছে, এই নাম্বারে ইমেইল করে লাইন বন্ধ করার জন্য জানাতে । অন্য ইমেইল ইউজ করে মেইল করলে কি বাংলা লায়ন লাইন ডিসকানেক্ট করবে ।

প্লিজ এ বিষয়ে জানা থাকলে প্লিজ জানান । যারা বাংলা লায়ন কানেকসন বন্ধ করেছেন, তারা কিভাবে করেছেন জানান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.