"মাসুদ পারভেজ মিঠু" দ্যা "পেক পেক পেক" বয়!!!
আমরা জানি আমাদের সকলেরই একটা জায়গায় যেতে হবে। চাই বা না চাই যেতেই হবে। সেটা হলো মৃত্যু। একটিবার চিন্তা করেন এই জীবনে আমরা কত্ত কিছু করতেছি। টাকার পিছনে ঘুরতে ঘুরতে আমরা সবাই ক্লান্ত।
এই ক্লান্তির মাঝেই আমাদেরকে এখন মৃত্যুবরণ করতে হয়। গত কয়েকদিন ধরে এই জিনিষটা মাথায় অনেক ঘুরপাক খাচ্ছে। বিজ্ঞজনেরা বলেন যে রাতে ঘুমানোর আগে নিজেকে যাচাই করে নেয়া ভালো। আমিও করতে চেষ্টা করি। ফলাফলে দেখা যায় যে আমি সব কিছুই ভালোভাবে করি কিন্তু যা করা উচিত তা করি না।
আমাদের মসজিদের এক হুজুর বলেছিলেন যে আগে কোন সাহাবীকে মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হলে তারা বলতেন "আমাকে কেউ যদি বলতো যে ওই গাছটাতে যে আগে স্পর্শ করবে তার মৃত্যু হবে তাহলে আমার আগে কেউ স্পর্শ করতে পারতো না !" তারমানে তারা মৃত্যু সম্পর্কে প্রস্তুত ছিলেন। আমি কাল এই কথা ভাবতে গিয়ে দেখলাম যে আমি প্রস্তুত নই। কারন অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে আমি মনে হয় আল্লাহর প্রিয় হতে পারিনি। তার নির্দেশনা অনুসারে কাজ করতে পারিনি। খারাপ পথে চলেছি অনেকবার।
তারপরেও আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাই নি। আল্লাহর কাছে আমার এই প্রার্থনা থাকবে তিনি যেন আমাদের সবাইকে যেকোন সময় মৃত্যুবরন করার মানসিক প্রস্তুতি দান করেন। আমিন।
আপনাদের কাছে একটি প্রশ্ন , আপনারা কে কে এই মুহুর্তে মারা যাওয়ার জন্য প্রস্তুত আছেন আওয়াজ দেন। (সত্যি কথা বলবেন প্লীজ।
)
ভালো থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।